NOW READING:
অধিনায়ককে সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না কোহলি! বিতর্ক শুরু আরসিবি শিবিরে?
April 14, 2025

অধিনায়ককে সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না কোহলি! বিতর্ক শুরু আরসিবি শিবিরে?

অধিনায়ককে সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না কোহলি! বিতর্ক শুরু আরসিবি শিবিরে?
Listen to this article


বেঙ্গালুরু: আইপিএলে (IPL 2025) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক কে?

স্কোরকার্ড খুলে দেখলে চোখে পড়বে রজত পাতিদারের (Rajat Patidar) নাম। বিরাট কোহলি (Virat Kohli) নেতৃত্ব ছাড়ার পর ফাফ ডুপ্লেসি ছিলেন আরসিবি অধিনায়ক। তবে এবারের আইপিএলে ডুপ্লেসিকে ধরে রাখেনি আরসিবি। তাঁকে রিটেন না করায় রজত পাতিদারকে অধিনায়ক করার পথে হাঁটে আরসিবি।

কিন্তু সেটা কি শুধুই খাতায়-কলমে? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার হলেও বিরাট কোহলিই কি মাঠে সিদ্ধান্তগুলি নিচ্ছেন? পাতিদারের কি দলের ওপর সম্পূর্ণ কর্তৃত্ব নেই?

আরসিবি এবং রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচের পর এই ঘটনা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ঘটনা হচ্ছে, ম্যাচে ক্রুনাল পাণ্ড্য ইনিংসের সপ্তম ওভারে প্রতিদ্বন্দ্বী অধিনায়ক সঞ্জু স্যামসনকে আউট করেন। রজত পরের ওভারটি সূয়শ শর্মার হাতে তুলে দিতে চান। যাতে উইকেটের দুই প্রান্ত থেকে ব্যাটারদের উপর চাপ সৃষ্টি করা যায়।

তবে বিরাট তা হতে দেননি। কারণ তিনি রজতকে বলেন লিয়াম লিভিংস্টোনকে দিয়ে বল করাতে। সূয়শকে তাঁর ফিল্ডিং পজিশনে ফিরে যেতে হয়। টিভি ক্যামেরায় রজতের চেহারা ভাল কিছু দেখায়নি। কিন্তু ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন অধিনায়কের কথা শোনা ছাড়া তাঁর আর কোনও উপায় ছিল না।

প্রাক্তন ক্রিকেটার অজয় জাডেজার এই পদক্ষেপ একেবারেই পছন্দ হয়নি। কারণ তিনি সূয়শ শর্মাকে বোলিং করানোর পক্ষেই ছিলেন। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025-এ ভাল বোলিং করেছেন সূয়শ। লিয়াম সেই ওভারে 8 রান দেন। সূয়শকে নবম ওভার দেওয়া হয়।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে আগের ম্যাচে, কোহলি রজতের ফিল্ডিং প্লেসমেন্ট এবং বোলিং পরিবর্তন নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং দলের অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে মেন্টর দীনেশ কার্তিকের সঙ্গে উত্তেজিত কথাবার্তা বলতেও দেখা গিয়েছিল কোহলিকে।

 

আইপিএলে পাঁচ ম্যাচের মধ্যে বেঙ্গালুরু জিতেছে তিনটিতে এবং হেরেছে দুটিতে। রজত তাঁর অধিনায়কত্ব এবং আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য প্রশংসিত হয়েছেন। আরসিবি কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সকে অ্যাওয়ে ম্যাচে পরাজিত করেছে। কিন্তু তারা ঘরের মাঠে গুজরাত টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যর্থ হয়েছে।

আরও দেখুন





Source link