NOW READING:
আইপিএল উন্মাদনা বাড়িয়ে কলকাতায় চলে এলেন কিংগ কোহলি, কাল নেমে পড়ছেন ইডেনে
March 19, 2025

আইপিএল উন্মাদনা বাড়িয়ে কলকাতায় চলে এলেন কিংগ কোহলি, কাল নেমে পড়ছেন ইডেনে

আইপিএল উন্মাদনা বাড়িয়ে কলকাতায় চলে এলেন কিংগ কোহলি, কাল নেমে পড়ছেন ইডেনে
Listen to this article


সন্দীপ সরকার, কলকাতা: শাহরুখ খান-জুহি চাওলার সাধের দল কলকাতা নাইট রাইডার্সের (KKR) কর্তারা প্রায়ই আক্ষেপ করে থাকেন, আইপিএলে (IPL 2025) ফি বছর এমন তিনদিন আসে, যেদিন ঘরের মাঠেই যেন প্রতিপক্ষ হয়ে ওঠে গ্যালারি।

এক, যেদিন ইডেনে কেকেআরের সঙ্গে খেলা থাকে চেন্নাই সুপার কিংসের। গোটা গ্যালারি যেদিন হলুদ হয়ে যায় এক কিংবদন্তিকে বরণ করতে। তিনি, মহেন্দ্র সিংহ ধোনি ভারতের যে মাঠেই নামেন, সেটাই হয়ে যায় তাঁর সাম্রাজ্য।

দুই, যেদিন ইডেনে খেলতে নামে মুম্বই ইন্ডিয়ান্স। এক সময় যে দলের প্রাণভোমরা ছিলেন সচিন তেন্ডুলকর। এখন রোহিত শর্মা।

আর অবধারিতভাবে তিন, যেদিন ইডেনে নামেন এমন একজন, যাঁকে আধুনিক ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটার মনে করা হয়। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এসেছেন। পাকিস্তানের বিরুদ্ধে নাটকীয় সেঞ্চুরি। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বুক চিতিয়ে করা ৮৩ রান। আইপিএলের আগে ফর্মের তুঙ্গে তিনি।

তিনি, আর কেউ নন। বিরাট কিংগ কোহলি। শহরের ক্রিকেট উন্মাদনা বাড়িয়ে বুধবার যিনি পৌঁছে গেলেন কলকাতায়। বিকেল ৫.৪০-এ তাঁর বিমান কলকাতার মাটি স্পর্শ করা মাত্রই সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস।

কলকাতা বিমানবন্দর থেকে সন্ধ্যের দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থদের সঙ্গে যখন বেরলেন বিরাট, তাঁকে এক ঝলক দেখার জন্য ভিড় ভেঙে পড়ল। পরনে আরসিবি-র ট্র্যাভেল জার্সি আর ট্র্যাক শ্যুটের লোয়ার। পায়ে স্নিকার্স। এক হাতে ধরা ছিল জলের বোতল। অন্য হাতে ট্রলি ব্যাগ। বিরাটকে বিমানবন্দরে দেখেই উঠল জয়োধ্বনি।

আইপিএলের বোধনেই এবার মহারণ। ইজেন গার্ডেন্সে শনিবার, ২২ মার্চ আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কেকেআর গতবারের চ্যাম্পিয়ন। এবার খেতাব ধরে রাখার লড়াই নাইটদের। সেই ম্যাচ খেলতে বুধবার কলকাতায় পৌঁছে গেলেন কোহলি।

আর কোহলি শহরে পা রাখা মাত্রই ২২ মার্চের ম্যাচের টিকিট নিয়ে হাহাকার শুরু হল। ইডেন গার্ডেন্সের সামনে মানুষের ভিড়। সকলেই খুঁজছেন শনিবার মাঠে ঢোকার ছাড়পত্র। সেদিনই আইপিএলের উদ্বোধন। পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানিরা। তবে বাংলার ক্রিকেটপ্রেমীরা হা পিত্যেশ করে বসে রয়েছেন বিরাট-শো দেখবেন বলে।

বৃহস্পতিবার থেকে আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলার প্রস্তুতি শুরু করে দিচ্ছেন কোহলি। নেমে পড়বেন ইডেন গার্ডেন্সে। বিশ্ব ক্রিকেটের প্রায় সব কোহিনূর জেতা হয়ে গিয়েছে। তবে আইপিএল ট্রফি এখনও অধরা। সেই ট্রফির জন্য এবার মরিয়া হয়ে ঝাঁপাবেন কোহলি।

যিনি ইডেনে নামা মানে গ্যালারির সঙ্গে সঙ্গে ভক্তদের তালিকায় যোগ হয়ে যায় আর একটি নাম। শাহরুখ কিংগ খান। প্রতিপক্ষ শিবিরের প্রধান যোদ্ধাকে নিয়ে বাজিগরও আবেগপ্রবণ হয়ে পড়েন। ইডেনে যিনি কোহলিকে নিজের সুপারহিট ঝুমে যো পাঠান গানে নাচিয়ে ছেড়েছিলেন।

শনিবার মাঠে থাকার কথা শাহরুখেরও। দুই কিংগকে ঘিরে শহর ক্রিকেট জ্বরে কাঁপতে শুরু করেছে। থুড়ি, ভুল লেখা হল। ক্রিকেট নয়, আইপিএল জ্বর। যেখানে ক্রিকেটের সঙ্গে মিশে থাকে বিনোদনও।

আরও দেখুন



Source link