NOW READING:
ফোনে হুমকি দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেটারকে! চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই বিস্ফোরক দাবি
March 14, 2025

ফোনে হুমকি দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেটারকে! চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই বিস্ফোরক দাবি

ফোনে হুমকি দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেটারকে! চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই বিস্ফোরক দাবি
Listen to this article


চেন্নাই: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জয়ের অন্যতম নায়ক তিনি। অথচ এক সময় ভয়ে কাঁটা হয়ে থাকতেন। কারণ, ফোনে হুমকি দেওয়া হতো তাঁকে। বলা হতো, দেশে ফিরলেই বিপদ!

তিনি, ভারতীয় দলের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম কারিগর। এবার বরুণ জানালেন তাঁর কেরিয়ারের অন্ধকার এক অধ্যায়ের কথা। বললেন, ফোনে হুমকি দেওয়া হতো তাঁকে।

সাল ২০২১। সংযুক্ত আরব আমিরশাহিতেই বসেছিল টি-২০ বিশ্বকাপের আসর। ভারতীয় দলে ছিলেন বরুণ। কিন্তু প্রত্যআশা পূরণ করতে পারেননি। ভারত টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরই তাঁকে ফোনে হুমকি দেওয়া হতো বলে জানালেন বরুণ। এমনকী, তিনি চেন্নাই ফেরার পর বাড়ি পর্যন্ত ধাওয়া করা হয়েছিল বলেও চাঞ্চল্যকর দাবি ক্রিকেটারের।

আইপিএলে বরুণ খেলেন কলকাতা নাইট রাইডার্সে। কেকেআর তাদের প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে। বরুণ যদিও এখনও দলে যোগ দেননি। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ছুটি কাটাচ্ছেন। তার মাঝে এক ইউটিউব চ্যানেলকে বরুণ বলেছেন চার বছর আগের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।

২০২১ সালের টি-২০ বিশ্বকাপে ভারতের জার্সিতে তিন ম্যাচ খেলে একটিও উইকেট পাননি বরুণ। দুবাইয়ে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারা ম্যাচেও তাঁকে কাঠগড়ায় তোলা হয়েছিল। সেটাই ছিল কোনও বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের প্রথম পরাজয়। বরুণের কথায়, ‘সেটা ছিল আমার কাছে এক অন্ধকার সময়। আমি অবসাদে ভুগতাম। কারণ আমার মনে হয়েছিল আমি নিজের সঙ্গে অন্যায় করেছি। একটাও উইকেট নিতে না পারায় ভীষণ অনুশোচনা হয়েছিল। তারপর তিন বছর আর দলে সুযোগ পাইনি। অভিষেকের চেয়েও ফিরে আসাটা বেশি কঠিন।’

আরও পড়ুন: ২৩.৭৫ কোটির সতীর্থকে নিয়ে বড় মন্তব্য দেড় কোটির ক্যাপ্টেনের, মন জিতলেন রাহানে

এরপরই বরুণ বলেছেন, ‘২০২১ সালের বিশ্বকাপের পর আমার কাছে হুমকি ফোন আসত। আমাকে বলা হতো, ভারতে ফিরো না। তুমি চাইলেও ফিরতে পারবে না। লোকেরা আমার বাড়িতে খোঁজ নিত। আমাকে তো মাঝে মধ্যে আত্মগোপন করে থাকতে হতো। ফেরার পর বিমানবন্দর থেকে বাড়ি পর্যন্ত দুজন ব্যক্তি বাইকে চেপে আমাকে ধাওয়া করেছিল।’

তবে বরুণ বলছেন, ‘আমি বুঝি ক্রিকেটপ্রেমীদের আবেগের জায়গাটা। আমি বিশ্বাস করি একবারে সব ভাল হয় না। আমি খারাপ সময় কাটিয়েছি আর জানি সমালোচনা কীরকম হতে পারে।’

আরও পড়ুন: মাত্র ২ বছর বয়সেই মৃত্যু! তারকা ক্রিকেটারের জীবনে বিপর্যয়, শোকের ছায়া বিশ্বক্রিকেটে

আরও দেখুন



Source link