NOW READING:
অটোগ্রাফ নেওয়ার বয়সে আইপিএলে অভিষেক! ইতিহাস গড়ল ১৪ বছরের ক্রিকেটার
April 19, 2025

অটোগ্রাফ নেওয়ার বয়সে আইপিএলে অভিষেক! ইতিহাস গড়ল ১৪ বছরের ক্রিকেটার

অটোগ্রাফ নেওয়ার বয়সে আইপিএলে অভিষেক! ইতিহাস গড়ল ১৪ বছরের ক্রিকেটার
Listen to this article


জয়পুর: এই বয়সে অনেকে মাঠের বাইরে দাঁড়িয়ে থাকে, ক্রিকেটারদের অটোগ্রাফ নেওয়ার জন্য। কিংবা যদি কোনও তারকা ক্রিকেটার মাঠে ঢোকার সময় কিংবা বেরনোর মুখে দাঁড়িয়ে পড়েন সেলফির আবদারে। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের প্র্য়াক্টিসে যে ছবি হামেশাই দেখা যায়। আন্দ্রে রাসেল কিংবা সুনীল নারাইন, রিঙ্কু সিংহদের অটোগ্রাফ নেওয়ার জন্য বহু কিশোর ভিড় জমায় ক্লাব হাউসের বাইরে, বা লোয়ার টিয়ারে।

এমনই এক কিশোর কি না আইপিএলে (IPL) অভিষেক ঘটিয়ে ফেলল? মাত্র ১৪ বছর বয়সে?

কল্পনা নয়, বাস্তব। শনিবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়াম ইতিহাসের সাক্ষী রইল। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক ম্যাচে খেলতে নামল বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। বিহারের ক্রিকেটারের বয়স?  

১৪ বছর ২৩ দিন। আইপিএলে ইতিহাস গড়ল বৈভব। এত কম বয়সে কেউ আইপিএলে খেলেনি। বৈভবই আইপিএলে খেলা কনিষ্ঠতম ক্রিকেটার। তবে বৈভবকে ইমপ্যাক্ট সাব হিসাবে খেলানোর পরিকল্পনা করেছে রাজস্থান রয়্যালস। শনিবারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। অর্থাৎ, প্রথমে ফিল্ডিং করবে রাজস্থান রয়্যালস। রান তাড়া করতে নেমে বৈভব হতে পারে রাজস্থান রয়্যালসের চমক। তুরুপের তাস। তাকে ইমপ্যাক্ট সাবের তালিকায় রেখেছে রাজস্থান রয়্যালস।

 

কার জায়গায় খেলানো হচ্ছে বিহারের কিশোরকে? সঞ্জু স্যামসন। যিনি চোটের জন্য শনিবারের ম্যাচ খেলতে পারছেন না। যে আশঙ্কা আগে থেকেই ছিল। শনিবার টসের সময় দেখা গেল, স্যামসন নন, রাজস্থানের হয়ে টস করতে যাচ্ছেন রিয়ান পরাগ।

টসের পর রিয়ান বলেন, ‘আমরা আগে ফিল্ডিং করে নিতেই চেয়েছিলাম। এখানে বেশ গরম। নৈশালোকে খেলা হলেও তাপমাত্র বেশি। তবে গতবারের তুলনায় আবহাওয়া ভাল থাকবে বলেই মনে হচ্ছে। আমাদের দলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার বৈভব সূর্যবংশী খেলছে।’ পরাগ যোগ করেন, ‘আমাদের মরশুমটা মিলিয়ে মিশিয়ে কাটছে। কিছু জিনিস ঠিক করছি, আবার কিছু ভুলও হচ্ছে। আমরা নিজেদের ভুলগুলো নিয়ে সৎ থাকার চেষ্টা করছি। দলের মধ্যে আলোচনা হচ্ছে। জয়পুরে খেলতে আমরা ভালবাসি। এখানকার পরিবেশ পরিস্থিতি খুব ভাল বুঝি। আমাদের ঘরের মাঠ। আশা করছি সেটা কাজে লাগাতে পারব।’

আরও দেখুন





Source link