নয়াদিল্লি: রবিবার হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) যখন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাটিং করতে নামেন, তখন আম্পায়ার তাঁর ব্যাট একটি বিশেষ যন্ত্র দিয়ে পরীক্ষা করলেন। আম্পায়ার ব্যাট চেক করার পরেই হার্দিক পাণ্ড্য ব্যাটিং করতে পারলেন। কিন্তু কেন এবং কীসের জন্য? গোটা ঘটনায় জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) প্রথমে ব্যাটিং করে ২০৫ রান তোলে। রোহিত শর্মা (Rohit Sharma) ১৮ রান করে আউট হন, রায়ান রিকেলটন ২৫ বলে ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এরপর সূর্যকুমার যাদব ২৮ বলে ৪০ এবং তিলক বর্মা ৩৩ বলে ৫৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। সূর্যর আউট হওয়ার সঙ্গে সঙ্গে ১৩৫ রানে মুম্বই তৃতীয় উইকেট হারায়। এরপর অধিনায়ক হার্দিক পাণ্ড্য ব্যাটিং করতে আসেন।
Umpire checked Hardik Pandya bat before he came to bat today😭😭
Unreal Aura🔥🔥 pic.twitter.com/tV1Pm0yNGm
— ` (@Sneha4kohli) April 13, 2025
আম্পায়ার কেন হার্দিক পাণ্ড্যর ব্যাট চেক করলেন?
হার্দিক যখন ব্যাটিং করতে আসেন, তখন আম্পায়ার পরীক্ষা করেন যে, তাঁর ব্যাটের আকার আইপিএলের নিয়ম অনুযায়ী আছে কি না। যদি তা না হতো, তাহলে তাঁর জন্য সমস্যা হতে পারত। নিয়ম অনুযায়ী, ব্যাটের প্রস্থ ৪.২৫ ইঞ্চি (বা ১০.৮ সেন্টিমিটার) এর বেশি হওয়া উচিত নয়। প্রান্ত ১.৫৬ ইঞ্চি (বা ৪.০ সেন্টিমিটার) এবং গভীরতা ২.৬৪ ইঞ্চি (৬.৭ সেন্টিমিটার) পর্যন্ত হতে পারে। আম্পায়ার একটি যন্ত্রের মধ্য দিয়ে ব্যাটটি পরীক্ষা করেন এটা দেখতে যে, ব্যাটটি এই নির্ধারিত মাপ অনুযায়ী আছে কি না।
আইপিএলে বড় বড় স্কোর দেখা যাচ্ছে এবার। ব্যাটাররা যাতে কোনও অন্যায় সুবিধা না পান, সেই কারণে আম্পায়াররা এই নিয়মগুলি কঠোরভাবে পালন করছেন। আম্পায়াররা পরীক্ষা করছেন যে, কোনও ব্যাটার কি নিয়মের বিরুদ্ধে গিয়ে অন্যায় সুবিধা নিচ্ছেন? কোনও ব্যাটার অতিরিক্ত চওড়া বা মোটা ব্যাট ব্যবহার করছেন কি না।
তবে হার্দিক পাণ্ড্য প্রথম ক্রিকেটার নন, যাঁর ব্যাটকে আম্পায়ার এভাবে মাঠে পরীক্ষাৈ করেছেন। তাঁর আগে রবিবার খেলা প্রথম ম্যাচে ফিল সল্ট এবং শিমরন হেটমায়ারের ব্যাটও আম্পায়ার পরীক্ষা করেছিলেন।
DC vs MI ম্যাচের খবর
২০৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দিল্লি ক্যাপিটালস ১৯৩ রানে অল আউট হয়, যদিও যতক্ষণ পর্যন্ত করুণ নায়ার (৮৯) ব্যাটিং করছিলেন, মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে পিছিয়ে ছিল। তাঁর আউট হওয়ার পর মুম্বই আবার ম্যাচে ফিরে আসে। কর্ণ শর্মা ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। তাঁকেই প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। এটি মুম্বইয়ের দ্বিতীয় জয় এবং দিল্লির এই মরশুমের প্রথম পরাজয়।
আরও দেখুন