NOW READING:
কিছুতেই কাটছে না কেকেআর-জুজু, ইডেনে ব্যর্থতার পর হেডকে খোঁচা দিতে ছাড়ল না নাইট শিবির
April 4, 2025

কিছুতেই কাটছে না কেকেআর-জুজু, ইডেনে ব্যর্থতার পর হেডকে খোঁচা দিতে ছাড়ল না নাইট শিবির

কিছুতেই কাটছে না কেকেআর-জুজু, ইডেনে ব্যর্থতার পর হেডকে খোঁচা দিতে ছাড়ল না নাইট শিবির
Listen to this article


কলকাতা: বৃহস্পতিবারের ইডেন গার্ডেন্সে গত বারের দুই ফাইনালিস্ট দল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH) একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে গত বারের চ্যাম্পিয়ন কেকেআর। এই ম্যাচ জয়ের পরেই কেকেআরের তরফে সানরাইজার্সের তারকা ওপেনার ট্র্যাভিস হেডকে (Travis Head) ট্রোল করা হল।

বর্তমান বিশ্বের সবথেকে বিধ্বংসী ব্যাটারদের একজন হলেন ট্র্যাভিস হেড। তবে নাইটদের বিরুদ্ধে অজ়ি তারকার ব্যাট সাম্প্রতিক সময়ে চুপই থেকেছে। গতকাল কেকেআরের বিরুদ্ধে ইনিংসের প্রথম বলে চার মারলেও, পরের বলেই আউট হন তিনি। নাইটদের বিরুদ্ধে হেডের ব্যর্থতা কিন্তু নতুন নয়। গত মরশুমের শেষ দুই সাক্ষাতে তো তিনি কেকেআরের বিরুদ্ধে খাতাই খুলতে পারেননি। এই পরপর ব্য়র্থতা টেনেই কেকেআরের তরফে হেডকে খোঁচা দেওয়া হয়। 

কেকেআর নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে হেডের স্কোরগুলি দিয়ে লেখে, ‘শুরু থেকেই একেবারে সঠিক দিকেই এগোচ্ছ।’ হেডের ব্য়াটিং ব্যর্থতার দিনে বাকি সানরাইজার্স ব্যাটাররাও ব্যর্থই হলেন। ২০১ রান তাড়া করতে নেমে মাত্র ১২০ রানেই নবাবদের শহরের ফ্র্যাঞ্চাইজি অল আউট হয়ে যায়। এই নিয়ে নাগাড়ে তিন ম্যাচে পরাজিত হল সানরাইজার্স।

 

আর সানরাইজার্সের বিরুদ্ধে এই জয়ের সুবাদে দল হিসাবে এক অনন্য রেকর্ড গড়ে ফেলল কেকেআর। এই ম্যাচের আগেও সানরাইজার্সের বিরুদ্ধে হেড-টু-হেডে কেকেআর অনেকটাই এহিয়ে ছিল। কালকের ম্যাচের পর নাইটরা এই ব্যবধান আরও একটু বাড়িয়েল নিল। সানরাইজার্সের বিরুদ্ধে কালকের জয় মিলিয়ে ২০টি ম্যাচ জিতল কেকেআর। 

কেকেআরই আইপিএলের প্রথম ফ্র্যাঞ্চাইজি যারা এক, দুই নয়, তিন দলের বিরুদ্ধে অন্তত বিশটি আইপিএল ম্যাচ জিতেছে। সানরাইজার্সের পাশাপাশি আরসিবি এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও অন্তত ২০টি করে ম্যাচ জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই কৃতিত্ব আর কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির কিন্তু নেই। কেকেআরই প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসাবে গড়ল এই দুরন্ত রেকর্ড। ম্যাচে বেঙ্কটেশ আইয়ারের বিধ্বংসী ৬০ রানের পাশাপাশি অজিঙ্ক রাহানে, অঙ্গকৃষ রঘুবংশীরাও ব্যাটে দলের জয়ে বড় ভূমিকা নেন।

উপরন্তু, বল হাতে এদিন বরুণ চক্রবর্তী, বৈভব আরোরারা তিন উইকেট নিলেও, মাত্র এক উইকেট নিয়েই ইতিহাস গড়লেন সুনীল নারাইন। নাইট মহাতারকা বিশ্বক্রিকেটে মাত্র দ্বিতীয় বোলার হিসাবে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে মোট ২০০টি উইকেট নিলেন। 

আরও দেখুন





Source link