NOW READING:
‘জীবনে সিএসকের এত খারাপ অবস্থা দেখিনি’, হলুদ ব্রিগেডের টানা ব্যর্থতার জন্য কাকে দুষলেন রায়না?
April 21, 2025

‘জীবনে সিএসকের এত খারাপ অবস্থা দেখিনি’, হলুদ ব্রিগেডের টানা ব্যর্থতার জন্য কাকে দুষলেন রায়না?

‘জীবনে সিএসকের এত খারাপ অবস্থা দেখিনি’, হলুদ ব্রিগেডের টানা ব্যর্থতার জন্য কাকে দুষলেন রায়না?
Listen to this article


নয়াদিল্লি: আইপিএলের (IPL 2025) সবথেকে সফল ফ্র্যাঞ্চাইজির (যুগ্মভাবে) অবস্থা চলতি মরশুমে বেশ করুণ। লিগ তালিকায় একেবারে তলানিতে রয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বে প্রত্যাবর্তনও দলের পরিস্থিতি বদলাতে পারেনি। চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে একেবারে নয় উইকেটে দুরমুশ হতে হয়েছে হলুদ ব্রিগেডকে। আট ম্যাচ খেলে ছয়টিতেই হেরেছে তারা। দলের এমন করুণ পরিস্থিতিতে এবার মুখ খুললেন তারকা প্রাক্তনী সুরেশ রায়না (Suresh Raina)। 

দলের এই পরিস্থিতির জন্য কোনও রাখঢাক না করে সরাসরি কোচ ও ম্যানেজমেন্টকে দুষলেন ‘মিস্টার আইপিএল’। রায়নার মতে নিলামেই ভুল করেছেন কোচ ও ম্যানেজমেন্ট। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলকে রায়না বলেন, ‘আমার মনে হয় নিলামে কোচ, ম্য়ানেজমেন্ট সঠিক সিদ্ধান্ত নেয়নি। নিলামে তো প্রচুর তরুণ তুর্কি, প্রিয়াংশ আর্যর মতো প্রতিভাবানরা ছিল। ও তো ইতিমধ্যেই সেঞ্চুরিও করে ফেলেছে। শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থকে নেওয়া হয়নি। বাকি দলগুলিকে দেখুন কী আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। আমি জীবনে সিএসকের এত খারাপ অবস্থা হতে দেখিনি।’

 

আরেক সিএসকে প্রাক্তনী হরভজন সিংহের গলাতেও প্রায় একই সুর শোনা গেল। তিনি বলেন, ‘সিএসকেতে অনেকজন ক্রিকেটার রয়েছেন বটে। তবে তুমি (রায়না) যেমন বললে, নিলামে ওরা কোনও বড় ক্রিকেটারের পিছনে ছোটেনি। ঋষভ পন্থ, কেএল রাহুলদের কেনেনি। যে সকল তরুণ ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছে, তাদের মধ্যে তো কাউকে দেখে মনে হচ্ছে না যে তারা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে।’

আইপিএলের মাঝ মরশুমেই আমরা পৌঁছেছি। তবে সিএসকের বর্তমান যা পরিস্থিতিতে তাতে হলুদ ব্রিগেডের প্লে-অফে পৌঁছনো অসম্ভব না হলেও, সেই পথ যে বেশ কঠিন, তা বলাই বাহুল্য। আইপিএলের অতীত পরিসংখ্যান অনুযায়ী সচরাচর প্লে-অফে পৌঁছনোর জন্য আট ম্যাচ জিততে হয়। সেই অনুযায়ী সিএসকেকে নিজেদের বাকি সব ম্যাচ জিততে হবে। এরপর ধোনি বাহিনী ঘরের মাঠেই সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামবে। ঘরের মাঠে সমর্থকদের সামনে তারা জয়ে ফিরতে পারেন কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে। 

আরও দেখুন





Source link