নয়াদিল্লি: আর মাত্র দিনকয়েক বাকি, তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের মহারণ (IPL 2025)। মরশুম শুরুর আগেই দক্ষিণ আফ্রিকান তারকা অলরাউন্ডারকে দলে নিয়ে নিল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। কে তিনি? তিনি দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার উইয়ান অলরাউন্ডার (Wiaan Mulder)।
ইংল্যান্ডের ফাস্ট বোলার ব্রাইডন কার্স পায়ের পাতায় চোট পেয়ে এ বারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচেই চোট পান তিনি। তাঁর বদলি হিসাবেই মুল্ডারকে দলে নিল গত বারের রানার্স আপ সানরাইজার্স। আইপিএল তরফে মুল্ডারের বদলি হিসাবে সানরাইজার্সে যোগদানের খবর সরকারিভাবে ঘোষণাও করে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী বেস প্রাইস ৭৫ লক্ষ টাকায় নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন মুল্ডার।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে রমজান পালন না করায় ভর্ৎসনার শিকার শামি, প্রতিক্রিয়া জানাল পরিবার
আরও দেখুন