হায়দরাবাদ: টুর্নামেন্ট শুরুর দিকে বলা হচ্ছিল, আইপিএলের (IPL 2025) সবচেয়ে বিস্ফোরক ব্যাটিং লাইন আপ। যে ব্যাটিং লাইন আপের প্রথম তিন নাম – ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা ও ঈশান কিষাণ। যাঁদের মধ্যে ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার ওপেনিং জুটিকে বলা হয় ট্র্যাভিষেক। ক্রিজে দাঁড়িয়ে গেলে প্রতিপক্ষ বোলারদের দুঃস্বপ্ন।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ তুলেছিল ২৮৬/৬। ক্রিকেট পণ্ডিতরা আলোচনা শুরু করে দিয়েছিলেন, আইপিএলে প্রথমবার তিনশো রান উঠবে কি না, আর উঠলে সেটা হয়তো সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং প্রলয়েই হবে। ডেল স্টেনের মতো কিংবদন্তি বোলারও সেই পূর্বাভাস করেছিলেন।
অথচ টুর্নামেন্ট যত এগিয়েছে, তত ফিকে হয়েছে হায়দরাবাদের ব্যাটিং। টপ অর্ডার ব্যাটিংয়ের ব্যর্থতায় একের পর এক হার। পয়েন্ট টেবিলের নীচের দিকে হায়দরাবাদ।
বুধবার ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফের কেঁপে গেল হায়দরাবাদের টপ অর্ডার। ব্যর্থ ট্র্যাভিষেক। বিতর্কিত সিদ্ধান্তের শিকার ঈশান। মাত্র ৩৫ রানে ৫ উইকেট খুইয়ে বসেছিল হায়দরাবাদ। মনে করা হচ্ছিল, একশো পেরবে তো স্কোর?
শেষ পর্যন্ত প্রথমে ব্যাট করে ২০ ওভারে হায়দরাবাদ তুলল ১৪৩/৮। লড়াই করার মতো স্কোর। যার নেপথ্যে হেনরিখ ক্লাসেন। একক লড়াই চালালেন। মাত্র ৩৪ বলে হাফসেঞ্চুরি। প্রবল চাপের মুখে ৪৪ বলে ৭১ রান। সঙ্গত করলেন অভিনব মনোহর। ৩৭ বলে করলেন ৪৩ রান।
আরও দেখুন