হায়দরাবাদ: সব কিছু ঠিকঠাক চললে তাঁর আইপিএল (IPL 2025) খেলার কথাই নয়। নিলামের টেবিলে তাঁকে নিয়ে কেউ আগ্রহ দেখায়নি। অবিক্রিত থেকে গিয়েছিলেন টানা ২ দিন। আইপিএলের সময়ই কাউন্টি ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন শার্দুল ঠাকুর। চুক্তিও প্রায় সারা হয়ে গিয়েছিল।
কিন্তু ক্রিকেট ঈশ্বর হয়তো অন্যরকম কোনও পরিকল্পনা সাজিয়ে রেখেছিলেন মুম্বইয়ের পেসারের জন্য। মহসিন খান চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর শার্দুলকে সই করায় লখনউ সুপার জায়ান্টস। ২ ম্যাচে ৫ উইকেট নিয়ে সেই শার্দুলের মাথায় এখন পার্পল ক্যাপ।
সবচেয়ে বড় কথা, বৃহস্পতিবার এমন একটা দলের বিরুদ্ধে তিনি ৪ উইকেট নিলেন, যে দলের ব্যাটারদের ভয়ে তটস্থ থাকছে প্রতিপক্ষ শিবির। সানরাইজার্স হায়দরাবাদ (SRH vs LSG)। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই ২৮৬ রান তুলেছিল নিজামের শহরের দল। পরিসংখ্যান বলছে, আইপিএলে সর্বকালীন ইতিহাসে প্রথম পাঁচ সর্বোচ্চ দলগত স্কোরের মধ্যে চারটিই সানরাইজার্স হায়দরাবাদের। রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে, কবে তিনশো তুলে ফেলবে তারা। আইপিএলে যে স্কোর এখনও তুলতে পারেনি কোনও দলই।
সেই দলকেই বাঁধলেন শার্দুল। ৪ ওভারে ৩৪ রান খরচ করে তুলে নিলেন ৪ উইকেট। শিকারের তালিকায়? অভিষেক শর্মা, অভিনব মনোহর, মহম্মদ শামি ও আগের ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করা ঈশান কিষাণ। শার্দুলই এখন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। তাঁকে সঙ্গত করলেন লখনউ সুপার জায়ান্টসের অন্যান্য বোলাররা। টস জিতে হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল লখনউ। ১৯০/৯ স্কোরে আটকে গেল হায়দরাবাদ।
পাওয়ার প্লে-র ৬ ওভারে ৬২/২ তুলে ফেলেছিল হায়দরাবাদ। একটা সময় মনে হচ্ছিল দুশো পেরনো স্রেফ সময়ের অপেক্ষা। সেখান থেকে হায়দরাবাদকে ১৯০ রানে আটকে রাখা কৃতিত্বের দাবি রাখে বৈকি!
Innings Break!
1⃣9⃣1⃣ is what #LSG need to get their first 𝐖 of #TATAIPL 2025!
Can #SRH defend this total? 🤔
Updates ▶ https://t.co/X6vyVEuZH1#TATAIPL | #SRHvLSG | @SunRisers | @LucknowIPL pic.twitter.com/4gcVjkRgL2
— IndianPremierLeague (@IPL) March 27, 2025
ইনিংস ওপেন করতে নেমে ২৮ বলে ৪৭ করলেন হেড। তিনিই সর্বোচ্চ স্কোরার। শেষ দিকে চালিয়ে খেলে অনিকেত বর্মা ১৩ বলে ৩৬ ও প্যাট কামিন্স ৪ বলে ১৮ রান করায় বড় স্কোর তুলেছে হায়দরাবাদ। যদিও নিজামের শহরে উইকেট যেরকম ব্যাটিং সহায়ক, পন্থ-নিকোলাস পুরানদের রান তাড়া করা সম্ভব বলেই মত বিশেষজ্ঞদের।
আরও দেখুন