NOW READING:
পহেলগাঁওয়ের ঘটনার জের ক্রিকেট মাঠেও, আইপিএল ম্যাচে নীরবতা পালন, ধিক্কার হার্দিক-কামিন্সের
April 23, 2025

পহেলগাঁওয়ের ঘটনার জের ক্রিকেট মাঠেও, আইপিএল ম্যাচে নীরবতা পালন, ধিক্কার হার্দিক-কামিন্সের

পহেলগাঁওয়ের ঘটনার জের ক্রিকেট মাঠেও, আইপিএল ম্যাচে নীরবতা পালন, ধিক্কার হার্দিক-কামিন্সের
Listen to this article


হায়দরাবাদ: বুধবার দিনটা আইপিএলে (IPL 2025) আর পাঁচটা দিনের চেয়ে আলাদা। ক্রিকেট আছে, বাইশ গজের প্রতিদ্বন্দ্বিতা আছে। নেই উৎসবের আবহ। হায়দরাবাদের রাজীব গাঁধী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স (SRH vs MI)। দুই দলের কাছেই ম্যাচটি গুরুত্বপূর্ণ। কারণ, পয়েন্ট টেবিলের দুই দলই রয়েছে নীচের দিকে। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে বাকি সাত ম্যাচের ৬টিতে জিততে হবে হায়দরাবাদকে। মুম্বইকে বাকি ৬ ম্যাচের মধ্যে জিততে হবে চারটি।

কিন্তু পহেলগাঁওয়ে (Pahelgam Terror Attack) পর্যটকদের ওপর জঙ্গি হামলায় মর্মাহত গোটা দেশ। বিশ্ব জুড়ে তীব্র ধিক্কার দেওয়া হচ্ছে। মর্মান্তিক ঘটনার জেরে বুধবার আইপিএলের ম্যাচেও কোনও আতশবাজির প্রদর্শনী কিংবা চিয়ারলিডার থাকছে না। দুই দলের ক্রিকেটার, ধারাভাষ্যকার, ম্যাচ রেফারি, আম্পায়ার সহ ম্যাচের সঙ্গে জড়িত সকলেই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামছেন।

ম্যাচের টসের সময়ই সঞ্চালক হর্ষ ভোগলে জানিয়ে দিলেন, আইপিএলে এই ম্যাচ অন্যদিনের চেয়ে আলাদা। পহেলগাঁওয়ের জঙ্গি হানার পরিপ্রেক্ষিতে গোটা পরিবেশই থমথমে। তবে ক্রিকেট থেমে নেই। জীবন থেমে নেই। যদিও ক্রিকেট মাঠে থাকছে সন্ত্রাসবাদ নিয়ে তীব্র নিন্দা। হার্দিক পাণ্ড্য ও প্যাট কামিন্স – টসের পর দুই অধিনায়কই পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন হার্দিক। সেই সঙ্গেই তিনি বললেন, ‘আমি পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা দল হিসাবে ও মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি হিসাবে এরকম যে কোনও হামলার তীব্র নিন্দা করি।’

সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘আমরাও ঘটনাটা শুনে মর্মাহত। গোটা অস্ট্রেলিয়া এই ঘটনার নিন্দা করছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

 

ম্যাচের শুরুতে দুই দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও ম্যাচ পরিচালনার সঙ্গে যুক্ত সকলে নীরবতা পালন করেন। উঠে দাঁড়িয়ে সঙ্গত করে গোটা গ্যালারি। ইলেকট্রনিক স্কোরবোর্ডে লেখা ফুটে ওঠে, ‘লেটস অল স্ট্যান্ড ফর পিস অ্যান্ড হিউম্যানিটি’। বাংলা করলে দাঁড়ায়, শান্তি ও মানবিকতার পাশে দাঁড়াই সকলে।

আরও দেখুন





Source link