NOW READING:
‘দুই ম্যাচ আমাদের ভাগ্য নির্ধারিত করত এবং দুইটোই জিতেছি’,প্রাক্তন দলকে হারিয়ে গিলের গলায় সন্তোষ
April 22, 2025

‘দুই ম্যাচ আমাদের ভাগ্য নির্ধারিত করত এবং দুইটোই জিতেছি’,প্রাক্তন দলকে হারিয়ে গিলের গলায় সন্তোষ

‘দুই ম্যাচ আমাদের ভাগ্য নির্ধারিত করত এবং দুইটোই জিতেছি’,প্রাক্তন দলকে হারিয়ে গিলের গলায় সন্তোষ
Listen to this article


কলকাতা: যে দল তাঁকে প্রথম সুযোগ দিয়েছিল, যে দলের থেকে বিদায়ে তাঁর মন ভেঙেছিল, সেই দলের বিরুদ্ধে ব্যাট হাতে গর্জে উঠলেন শুভমন গিল (Shubman Gill)। কলকাতা নাইট রাইডার্সের ভবিষ্যৎ অধিনায়ক হিসাবে গণ্য করা হত তাঁকে। সোমবার, কেকেআরের ঘরের মাঠ ইডেনে অধিনায়কত্ব করতে দেখা গেল গিলকে, তবে তা কেকেআরে বিরুদ্ধে (KKR vs GT)। নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে যেমন অধিনায়কত্বে নজর কাড়লেন, তেমন ব্যাট হাতেও ক্রিকেটের নন্দন কানন মাতালেন শুভমন গিল।

নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে ৫৫ বলে ৯০ রানের ইনিংস খেলেন শুভমন। তাঁর ইনিংসই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ম্যাচ সেরাও হন তিনি। আটটির মধ্যে ছয় ম্যাচ জিতে লিগ শীর্ষে তাঁর দল। প্লে-অফের দিকে তড়তড়িয়ে এগোচ্ছে গুজরাত টাইটান্স। কেকেআরের বিরুদ্ধে ৩৯ রানে জয় পেল গিলের দল। আর প্রাক্তন দলকে হারিয়ে গিলের গলায় স্পষ্ট সন্তোষ ধরা পড়ল। ম্যাচশেষে তিনি বলেন, ‘খুব সন্তুষ্ট লাগছে। আমরা নিজেদের মধ্যে বলাবলি করেছিলাম যে এই দুই ম্যাচ (দিল্লি ক্যাপিটালস ও কেকেআর) আমরা লিগ তালিকায় কোথায় শেষ করব, তা নির্ধারণ করব। নাগাড়ে দুই ম্যাচেই জয় পেয়ে সন্তুষ্ট আমি।’ 

দলের এই সাফল্যের রহস্য, সাফল্যের কারণও খোলসা করেন গিল। গুজরাত অধিনায়ক বলেন,  ‘আমরা নিজেদের সেরাটা দিতে চাই সবসময়। আমরা ব্যাটিংয়ের সময় ওই একজন শেষ অবধি থাকতে হবে, এসব নিয়ে আলোচনা করি না। পরিস্থিতি অনুযায়ী কেমনভাবে রান করব, শুধু সেই নিয়েই আলোচনা হয়। আমরা ম্যাচে এগিয়েই ছিলাম, তবে ম্যাচে এগিয়ে থাকা এক বিষয় আর জেতা একটা। তাই আমি একটু আবেগতাড়িতও হয়ে পড়ি।’

তবে দুরন্ত জয় লিগ তালিকায় দল শীর্ষে থাকা সত্ত্বেও গিল কিন্তু মনে করছেন এখনও উন্নতি করার অনেক জায়গা রয়েছে। ‘এই ফর্ম্যাটে একদম নিখুঁত ম্যাচ খেলা প্রায় অসম্ভব। কোনও না কোনও জায়গায় কিছু খামতি তো রয়েই যায়। এই যেমন আমি টিকে থাকলে আরও ১০ রান উঠতে পারত, বোলিংয়ে কয়েকটা বাজে ত্রুটি হয়েছে। তবে দিনের শেষে বিষয়টা হল নিখুঁত ম্য়াচ না খেললেও, জয় পাওয়াটা জরুরি। আমরা কিন্তু সত্যি বলতে এই বিষয়টাই বেশ রপ্ত করতে পেরেছি।’ বলেন গুজরাত অধিনায়ক। গিল ও গুজরাত টাইটান্স এই ফর্ম অব্য়াহত রাখতে পারেন কি না, সেটাই দেখার।

আরও দেখুন



Source link