NOW READING:
সামনেই বিয়ে? কেকেআর ম্যাচের আগে প্রশ্ন শুনে ইডেনে দাঁড়িয়ে শুভমন যা বললেন…
April 21, 2025

সামনেই বিয়ে? কেকেআর ম্যাচের আগে প্রশ্ন শুনে ইডেনে দাঁড়িয়ে শুভমন যা বললেন…

সামনেই বিয়ে? কেকেআর ম্যাচের আগে প্রশ্ন শুনে ইডেনে দাঁড়িয়ে শুভমন যা বললেন…
Listen to this article


সন্দীপ সরকার, কলকাতা: একটা সময় তাঁকে মাঠে দেখলেই গ্যালারি থেকে স্লোগান উঠত, ‘হামারি ভাবি ক্যায়সি হো, সারা ভাবি জ্যায়সি হো…’। সচিন-কন্যার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন এমন মাত্রায় পৌঁছেছিল।

তবে সম্প্রতি শুভমন গিলের সঙ্গে সারা তেন্ডুলকরের সম্পর্কে ভাঙন নিয়েও জোর জল্পনা। শুভমন গিল (Subhman Gill) ও সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সম্পর্কে কি ইতি পড়েছে? জল্পনা বেড়েছে কারণ, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন শুভমন ও সারা। 

আর সেই ঘটনা নিয়ে যখন সর্বত্র সরগরম, তখনই শুভমনকে শুনতে হল বিয়ে নিয়ে প্রশ্ন। এবং এমন একটা জায়গায় সেই প্রশ্ন শুনতে হল শুভমনকে যে, তিনি হয়তো জবাব দেওয়ার জন্য তৈরিও ছিলেন না।

সোমবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে টসের সময় গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমনকে সঞ্চালক তথা প্রাক্তন ক্রিকেটার ড্যানি মরিসন জিজ্ঞেস করেন, ‘তোমাকে দেখতে আজ সুন্দর লাগছে। বিয়ের ঘণ্টা বাজল নাকি? সামনেই তোমার বিয়ে?’

প্রশ্ন শুনে হেসে ফেলেন শুভমন। বলেন, ‘না না, সেরকম কিছুই হচ্ছে না।’ শুভমনের সেই জবাব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

সদ্যই দেখা গিয়েছে যে, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন শুভমন গিল ও সারা। এক সময়ে তাঁদের সম্পর্ক নিয়ে জোর চর্চা ছিল। সেই সময়ে শুভমন মাঠে নামলেই গ্যালারি থেকে শোনা যেত সারার নাম। শুভমনের খেলা দেখতে মাঠেও  যেতেন সচিন-কন্যা।

তবে শুভমনের সঙ্গে সারার সম্পর্কই এবার ভাঙনের মুখে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় দুজনের অনুরাগীরা দেখেছেন যে, একে অপরকে আনফলো করে দিয়েছেন শুভমন ও সারা। শুভমনের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন সারা, যা নিয়ে জোর চর্চা ছিল ক্রিকেট মহলে। শুভমন মাঠে থাকলে গ্য়ালারি থেকে স্লোগান উঠত। একটা ম্যাচে তো সেই স্লোগান শুনে বিব্রত বিরাট কোহলি পর্যন্ত গ্যালারির কাছে আবেদন করেছিলেন, ওকে খেলতে দিন। থামুন।

এবার কি সেই প্রেমে ইতি? সারা আর শুভমনের সম্পর্ক কি একেবারে তলানিতে? এসব প্রশ্নের মাঝেই বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন শুভমন।

আরও দেখুন





Source link