NOW READING:
‘দারুণ ব্যাটার’, সিরাজের ব্যাটিং রেট করলেন শুভমন, ঈশান, ২২ গজের লড়াইয়ের আগে জমিয়ে চলল হাসিমজা
April 6, 2025

‘দারুণ ব্যাটার’, সিরাজের ব্যাটিং রেট করলেন শুভমন, ঈশান, ২২ গজের লড়াইয়ের আগে জমিয়ে চলল হাসিমজা

‘দারুণ ব্যাটার’, সিরাজের ব্যাটিং রেট করলেন শুভমন, ঈশান, ২২ গজের লড়াইয়ের আগে জমিয়ে চলল হাসিমজা
Listen to this article


হায়দরাবাদ: আইপিএলের (IPL 2025) মহারণে মাঠে কোনও দলই একে অপরকে এক চুলও জমি ছাড়ে না। তবে ম্যাচের আগে হামেশাই কিন্তু দুই দলের ক্রিকেটারদের প্রতিদ্বন্দ্বিতা ভুলে মাঠে হাসিঠাট্টা করতে দেখা যায়। ঠিক এমনই এক দৃশ্য ধরা পড়ল সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্সের (Sunrisers Hyderabad vs Gujarat Titans) ম্যাচের আগেও। অনুশীলনে টাইটান্স অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) ও সানরাইজার্স ব্যাটার ঈশান কিষাণ (Ishan Kishan) একত্রিতভাবে মিলে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) ব্যাটিংকে রেট করলেন।

শুভমন ও ঈশান কিষাণ বহুদিন ধরেই একসঙ্গে খেলছেন। দুইজনে বেশ ভাল বন্ধুও। ভারতীয় দলের অনুশীলনের সময় বা ম্যাচের আগে, পরে প্রায়শই দুইজনকে একে অপরের সঙ্গে আড্ডা মারতে দেখা যায়। রবিবাসরীয় ম্যাচের আগে এই জুটিকে ফের একবার একসঙ্গে খোশমেজাজে আড্ডা দিতে দেখা গেল। সে মাঠে রবিবার যতই তাঁরা প্রতিপক্ষ হন না কেন, আদপে তো তাঁরা বন্ধু। সেই দুই বন্ধুর হাসি, মজার মাঝেই নেটে ব্যাটিং করছিলেন সিরাজ। তখনই তাঁর ব্যাটিং দেখে তাঁকে রেট করা, হালকা খোঁচা দেওয়া শুরু করলেন দুইজনে। বিশেষত ঈশান। এই মজাদার ঘটনার ভিডিও গুজরাত টাইটান্সের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।

সেখানে ভিডিওতে ঈশান কিষাণকে বলতে শোনা যায়, ‘আমরা এখন সিরাজের ব্যাটিং দেখছি। ভাই বল যেখানেই হোক না কেন, পা একদিকেই যায়। টাইমিং ঠিক ছিল না।’ জবাবে সিরাজও মশকরা করে বলেন, ‘মারলাম আর কই। এই তো সবে ওয়ার্ম আপ করছি।’ শুভমন তখন আবার জানান যে সিরাজকে বোলিংও করে থাকেন ঈশান। জবাবে তিনি বলেন, ‘আমার বোলিংয়ে তো ওর খেলাটা খুবই মুশকিল। ওর আত্মবিশ্বাস কমে যায়। তবে এমনি তো দারুণ ব্যাট করে ও।’ সবেশেষে সানরাইজার্সের ক্রিকেটারকে বলতে শোনা যায়, ‘আপাতত আমরা হায়দরাবাদে আছি। যতই হোক জায়গাটা তো ওর, তাই বেশি কিছু আর বলতে পারব না। তবে হ্যাঁ, ও দারুণ ব্যাটার।’

 

বোলার সিরাজের ব্যাটিং এবং কিপার-ব্যাটার ঈশান কিষাণের বোলিং নিয়ে পোস্ট করা এই মজাদার ভিডিও কিন্তু সকলের মন জিতে নিয়েছে। ম্যাচের আগে দুই দলের মধ্যেকার ক্রিকেটারদের বন্ধুুত্ব পড়েছে নজরে। এবার ম্য়াচ শেষে কে হাসেন এখন সেটাই দেখার। 

আরও দেখুন





Source link