লখনউ: ১৭২ রানের লক্ষ্য খুব একটা কঠিন না হলেও, খুব একটা সহজও ছিল না। তবে লখনউ সুপার জায়ান্টসকে দুরমুশ করে পাঞ্জাব কিংস হেসেখেলে ম্যাচ জিতে নিল। প্রমাণ করে দিল কেন তাঁদের এ মরশুমে অনেক বিশেষজ্ঞই খেতাব জয়ের বড় দাবিদার মনে করা হচ্ছে। আট উইকেটে ম্যাচ জিতল পাঞ্জাব কিংস (Lucknow Super Giants vs Punjab Kings)।
গত ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল অপরাজিত ৯৭ রান। এই ম্যাচে নিজের ধারাবাহিকতা প্রমাণ করে রানের ইনিংস খেলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তবে এই ম্যাচে তাঁদের জয়ের নায়ক অর্শদীপ সিংহ (Arshdeep Singh) ও প্রভসিমরণ সিংহ (Prabhsimran Singh)। একজন বলে তিন উইকেট নিয়ে পাঞ্জাবের জয়ের ভিত গড়েন এবং অপরজন ৬৯ রানের ইনিংসে দলের জয় নিশ্চিত করেন।
আরও দেখুন