কলকাতা: রামনবমীর দিন ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ছিল কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ। যে ম্যাচে নিরাপত্তা দিতে পারবে না বলে সিএবি-কে জানিয়েছিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও মনে করা হচ্ছিল যে, রামনবমীর দিন সারা রাজ্যে যেরকম মিছিলের পরিকল্পনা করা হয়েছে, তা সামাল দিতে ইডেনে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব হবে না। সিএবি-ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে তা জানিয়ে দিয়েছিল। তারপর থেকে দফায় দফায় তিন পক্ষের বৈঠক হয়। একটা সময় মনে করা হচ্ছিল, ম্যাচ হয়তো ইডেন থেকে সরিয়ে নেওয়া হবে।
অবশেষে জল্পনার অবসান। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুক্রবার রাতে জানিয়ে দেওয়া হল, ম্যাচ হচ্ছে ইডেনেই। তবে সূচি পাল্টে ফেলা হল। ৬ এপ্রিল, রবিবারের পরিবর্তে ম্যাচটি হবে ৮ এপ্রিল, মঙ্গলবার।
আইপিএলের ১৯তম ম্যাচে মুখোমুখি হবে কেকেআর বনাম লখনউ। একটা সময় পর্যন্ত মনে হয়েছিল, ৬ এপ্রিল ইডেনে ম্যাচ না হলে সেটিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে অন্যত্র। গুয়াহাটিতে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলেও জোর চর্চা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। কেকেআর বনাম লখনউ ম্যাচটি হচ্ছে কলকাতাতেই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হল যে, কলকাতা পুলিশের তরফে সিএবি-কে অনুরোধ করা হয়েছিল, ৬ এপ্রিলের ম্যাচটির সূচি পাল্টে যদি তা ৮ এপ্রিল করা হয়। মঙ্গলবার ম্যাচ আয়োজন করতে কোনও সমস্যা হবে না বলে পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল। আইপিএল গভর্নিং কাউন্সিল কলকাতা পুলিশের সেই অনুরোধ মেনে নিয়েছে। সিদ্ধান্ত হয়েছে, ৮ এপ্রিল ইডেনেই হবে কেকেআর বনাম লখনউ ম্যাচ।
তবে এই ম্যাচ ইডেনে আয়োজনের জন্য বেশ ছক ভাঙা সিদ্ধান্ত নিতে হল ভারতীয় ক্রিকেট বোর্ডকে। কারণ, আইপিএলে সাধারণত দেখা যায় শনি কিংবা রবিবার ডাবল হেডার অর্থাৎ জোড়া ম্যাচ হচ্ছে। দুপুরের ম্যাচটি শুরু হয় সাড়ে তিনটেয়। রাতের ম্যাচ হয় সাড়ে সাতটায়। মাঝ সপ্তাহে একটি করে ম্যাচই রাখা হয়।
কিন্তু শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, রবিবার, ৬ এপ্রিল একটিই ম্যাচ হবে। সেদিন সন্ধ্যা সাড়ে সাতটায় পূর্ব সূচি মেনে সানরাইজার্স হায়দরাবাদ খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। পরিবর্তে মঙ্গলবার হবে ডাবল হেডার। অর্থাৎ, জোড়া ম্যাচ। দুপুর সাড়ে তিনটেয় ইডেনে খেলবে কেকেআর বনাম লখনউ। সেদিন সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস।
আরও দেখুন