NOW READING:
প্লে অফের দৌড়ে থাকতে জিততেই হবে রাজস্থানকে, মুম্বইয়ের বিরুদ্ধেও কি বৈভবের বিস্ফোরণ? লাইভ আপডেট
May 1, 2025

প্লে অফের দৌড়ে থাকতে জিততেই হবে রাজস্থানকে, মুম্বইয়ের বিরুদ্ধেও কি বৈভবের বিস্ফোরণ? লাইভ আপডেট

প্লে অফের দৌড়ে থাকতে জিততেই হবে রাজস্থানকে, মুম্বইয়ের বিরুদ্ধেও কি বৈভবের বিস্ফোরণ? লাইভ আপডেট
Listen to this article


জয়পুর: আইপিএলে (IPL 2025) কিছু ম্যাচ ইতিহাসে অমর হয়ে থেকে গিয়েছে। সেরকমই এক ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল – মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস (RR vs MI)। ১১ বছর আগের সেই ম্যাচে কোরি অ্যান্ডারসনের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। হতাশায় রাহুল দ্রাবিড়ের নিজের টুপি আছড়ে ফেলার দৃশ্য এখনও ভুলতে পারেন না অনেকে। শান্ত, সংযত দ্রাবিড়ও সেদিন মেজাজ হারিয়েছিলেন।

বৃহস্পতিবার ফের আইপিএলে মুখোমুখি সেই দুই দল। মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। এবার অবশ্য প্রেক্ষাপট আলাদা। এক দল টানা পাঁচ ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে। মুম্বই ইন্ডিয়ান্স বাকি ৪ ম্যাচের দুটিতে জিতলেই প্লে অফে জায়গা করে নেবে। আর এক দলের ভাগ্য সরু সুতোয় ঝুলছে। অঙ্কের বিচারে বেঁচে থাকলেও, কার্যত অসাধ্য সাধন করতে হবে রাজস্থান রয়্যালসকে। বাকি ৪ ম্যাচের সবকটি জিততে তো হবেই, সঙ্গে নির্ভর করতে হবে অন্য দলের ফলের ওপর। সব ম্যাচ জিতলেও ১৪ পয়েন্টে শেষ করবে রাজস্থান। দশ দলের আইপিএল হওয়ার পর থেকে ১৪ পয়েন্ট পেয়ে কোনও দল প্লে অফে ওঠেনি।

লড়াই বৃহস্পতিবার জয়পুরে। রাজস্থানের ঘরের মাঠ। সোমবার ১৪ বছরের বৈভব সূর্যবংশীর ৩৫ বলের সেঞ্চুরিতে গোটা দেশ এমনই আচ্ছন্ন যে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও রাজস্থানকে হিসাবের বাইরে রাখছে না। বৈভবের ৩৮ বলে ১০১ রানের ইনিংস রাজস্থানকেও জয়ের সরণিতে ফিরিয়েছে। তবে টানা পাঁচ ম্যাচ জিতে আসা মুম্বইয়ের বিরুদ্ধে রাজস্থানের লড়াই সহজ হবে না, বলার অপেক্ষা রাখে না।

 

রোহিত শর্মা ছন্দ খুঁজে পেয়েছেন। যশপ্রীত বুমরা ফিট। ফের বল হাতে বুম বুম ফর্মে। সূর্যকুমার যাদব মাঠের সব কোণায় বল ওড়াচ্ছেন। ট্রেন্ট বোল্ট ছন্দে। উইল জ্যাকস ম্যাচের রং পাল্টে দিচ্ছেন। আচমকাই মুম্বই ইন্ডিয়ান্সকে অপ্রতিরোধ্য দেখাচ্ছে।

রাজস্থানের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর জানিয়েছেন, নেটে জোফ্রা আর্চারের ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে ধেয়ে আসা বল এত অবলীলায় খেলেন বৈভব, যে বুমরার বিরুদ্ধেও ছাড়ার পাত্র নন তিনি। রাজস্থানের সমস্যা হল, চোটের জন্য এখনও মাঠের বাইরেই থাকতে হবে সঞ্জু স্যামসনকে। রিয়ান পরাগই বৃহস্পতিবার দলকে নেতৃত্ব দেবেন।





Source link