জয়পুর: চলতি আইপিএলে (IPL 2025) একজনের মাথায় অরেঞ্জ ক্যাপ। দুরন্ত ছন্দে রয়েছেন। অরেঞ্জ ক্যাপের দৌড়ে আর একজন রয়েছেন চার নম্বরে। চলতি আইপিএলে বোলিং করছেন না। ব্যাটার হিসাবে খেলছেন শুধু।
নিকোলাস পুরান ও মিচেল মার্শ। লখনউ সুপার জায়ান্টস শিবিরের দুই স্তম্ভ। শনিবার দুজনই ব্যর্থ হলেন। মার্শ ফিরলেন ৬ বলে মাত্র ৪ রান করে। জোফ্রা আর্চারের বলে ক্যারিবিয়ান শিমরন হেটমায়ারের হাতে ক্যাচ দিয়ে। রান পেলেন না নিকোলাস পুরানও। ৮ বলে ১১ রান করে সন্দীপ শর্মার শিকার তিনি। জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে ৫.২ ওভারে ৪৬ রানে দুই সেরা ব্যাটারকে হারাল লখনউ সুপার জায়ান্টস। পাওয়ার প্লে-র মধ্যেই।
সেই সঙ্গে ব্যাট হাতে ফের ব্য়র্থ ঋষভ পন্থ। আইপিএলের মহানিলাম থেকে যাঁকে রেকর্ড ২৭ কোটি টাকা দিয়ে কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। পরে যাঁর হাতে নেতৃত্বের দায়িত্বও তুলে দেয় সঞ্জীব গোয়েঙ্কার দল। শনিবার ৯ বলে মাত্র ৩ রান করে আউট হয়ে গেলেন সেই পন্থ।
তারপরেও স্কোরবোর্ডে বড় রান তুলল লখনউ। টস জিতে প্রথমে ব্যাট করে লখনউ তুলল ১৮০/৫। সৌজন্যে এইডেন মারক্রাম ও আয়ূষ বাদোনির ঝোড়ো হাফসেঞ্চুরি ও শেষ লগ্নে আব্দুল সামাদের ধ্বংসলীলা।
ওপেন করতে নেমে ৪৫ বলে ৬৬ রান করলেন মারক্রাম। সঙ্গে ৩৪ বলে ৫০ বাদোনির। তারপরেও হয়তো দেড়শো কিংবা ১৬০ রানের গণ্ডিতে আটকে যেত লখনউ, যদি না শেষ মুহূর্তে ব্যাট হাতে সংহারক রূপ ধরতেন সামাদ। মাত্র ১০ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস। ৪টি ছক্কা মেরেছেন সামাদ। তাঁর জন্যই লখনউয়ের রান ভাল জায়গায় পৌঁছে গেল। ম্যাচের শেষে এই ইনিংসই না ভাগ্য নির্ধারক হয়ে যায়।
The 𝙥𝙖𝙧𝙩𝙣𝙚𝙧𝙨 who sailed the #LSG 𝙨𝙝𝙞𝙥 🤝
Aiden Markram & Ayush Badoni stitched a solid 76-run partnership to put LSG at 131/4 after 16 overs.
Updates ▶️ https://t.co/02MS6ICvQl#TATAIPL | #RRvLSG | @LucknowIPL pic.twitter.com/wSEOjlblT9
— IndianPremierLeague (@IPL) April 19, 2025
রাজস্থান এদিন পায়নি সঞ্জু স্যামসনকে। চোটের জন্য খেলতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন রিয়ান পরাগ। অভিষেক হচ্ছে বৈভব সূর্যবংশীর। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে, মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে।
আরও দেখুন