বেঙ্গালুরু: আইপিএলে আজকের ম্যাচে এমন দুই দলের লড়াই যারা এতদিন পর্যন্ত কোনও খেতাল না জিতলেও, এবারের মরশুমের শুরু থেকে নিজেদের প্রথম খেতাব জয়ের বড় দাবিদার হিসাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। কথা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালসের (Royal Challengers Bengaluru vs Delhi Capitals)। লিগ তালিকায় দুই দলের একটি দ্বিতীয় এবং একটি তৃতীয় স্থানে রয়েছে। আজকের ম্যাচে বড় জয় কিন্তু একজনকে লিগ টপারের জায়গা পাইয়ে দিতে পারে। তাই স্বাভাবিকভাবেই আজকের ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে বাড়তি আগ্রহ রয়েছে।
এক নজরে আজকের ম্যাচ ব্রডকাস্ট সংক্রান্ত না না তথ্য দেখে নেওয়া যাক
আজ আইপিএলে কোন দুটো দল মুখোমুখি হবে?
আইপিএলে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালসের লড়াই।
কোথায় খেলা হবে আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালসের দ্বৈরথ?
আজ আরসিবি এ মরশুমে নিজেদের ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে।
কখন শুরু হবে আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালসের লড়াই?
আজ, ১০ এপ্রিল, বৃহস্পতিবার খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাতটায়।
কোথায় দেখবেন আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালসেরম্যাচ?
আইপিএলে আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি দেখতে পাওয়া যাবে জিও স্টার নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ।
হেড-টু-হেড
দুই দলের মুখোমুখি লড়াইয়ে কিন্তু আরসিবিই পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে এবং বেশ খানিকটা এগিয়ে। দিল্লির বিরুদ্ধে ৩১ ম্যাচে মুখোমুখি হয়ে বিরাট কোহলিরা মোট ১৯টি ম্যাচ জিতেছেন। সেখানে দিল্লি জিতেছে ১১টি ম্যাচ। এক ম্যাচের কোনও ফলাফল বের হয়নি। এমনকী বিগত পাঁচ সাক্ষাৎকারেরও চারটি গিয়েছে আরসিবির পক্ষেই। চিন্নাস্বামীতে ১২ ম্যাচে দিল্লির জয়ের সংখ্যা মাত্র চারটি। অর্থাৎ অতীত পরিসংখ্যান আরসিবির পক্ষেই। তবে এবার সেই পরিসংখ্যান পিছনে ফেলে জয়ের লক্ষ্যেই নামবে অপরাজেয় দিল্লি।
পিচ রিপোর্ট
চিন্নাস্বামী মানেই ছোট মাঠ, সুন্দর বাউন্স এবং গতি, এক কথায় ব্যাটারদের স্বর্গরাজ্য। এই ম্যাচেও এর অন্যথা হওয়ার সম্ভাবনা নেই। তবে দ্বিতীয় ইনিংসের শুরুর দিকে ফাস্ট বোলাররা কয়েক ওভার বল স্যুইং করার সুবিধা পেলেও পেতে পারেন। তাই এক হাই স্কোরিং ম্যাচের প্রবল সম্ভাবনা রয়েছে।
আরও দেখুন