বেঙ্গালুরু: ৭৪ ম্যাচের টুর্নামেন্টের এখনও এক তৃতীয়াংশ ম্যাচও খেলা হয়নি। কিন্তু ইতিমধ্যেই যে কয়টি দল এবারের আইপিএলে (IPL 2025) নিজেদের পারফরম্যান্সে নজর কাড়তে সক্ষম হয়েছে তাদের মধ্যে অন্যতম হল দিল্লি ক্যাপিটালস ( Delhi Capitals) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। দুই দল যথাক্রমে লিগ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। আজকের ম্যাচে জয় দুই দলকেই লিগ তালিকায় শীর্ষে পৌঁছে দিতে পারে। সেই লক্ষ্যেই মাঠে নামবে দিল্লি ও আরসিবি।
এখনও পর্যন্ত তিন ম্য়াচ খেলে তিনটিতেই জিতেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। কখনও কেএল রাহুল, কখনও আশুতোষ শর্মা তো কখনও আবার মিচেল স্টার্ক, দিল্লি দলের হয়ে একেক ম্যাচে এক এক তারকা ম্যাচ উইনার হয়ে সামনে এসেছেন। দলে দলে স্পিন বিভাগ হোক বা ফাস্ট বোলিং, অভিজ্ঞতা হোক বা তারুণ্যের উচ্ছ্বাস, দিল্লি ক্যাপিটালসের দিকে তাকালেই কোনও স্থানেই ভারসাম্যর অভাব চোখে পড়ছে না। নতুন অধিনায়ক অক্ষর পটেল ও কোচ হেমঙ্গ বাদানির তত্ত্বাবধানে দলের টিম গেম সকলের নজর কেড়েছে। এবার দেখার আরসিবির বিরুদ্ধে সেই ধারাবাহিকতা, টিম গেম দিল্লি বজায় রাখতে পারে কি না।
অপরদিকে, আরসিবি চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে। তবে একটি পরাজয় এসেছে ঘরের মাঠেই। আজ সেই ঘরের মাঠেই আবারও নামবে আরসিবি। দলের ভারসাম্যও চোখে পড়ার মতো। অতীতে বারংবার নামী দামি তারকা দলে থাকলেও ‘গার্ডেন সিটি’র ফ্র্যাঞ্চাইজি কোনদিন খেতাব জিততে পারেনি। দলের বাড়তি কোহলি এবং তারকা নির্ভরতাই দলকে ডুবিয়েছে বলে অনেক বিশেষজ্ঞের ধারণা। এ মরশুমেও বিরাট এখনও পর্যন্ত শীর্ষ রানসংগ্রাহকদের অন্যতম। তবে এবার সেই বাড়তি কোহলি-নির্ভরতা নজর পড়ছে না। বরং দলের একদা দুর্বলতা হিসাবে পরিচিত মিডল অর্ডারই এখন আরসিবির শক্তিশালী পক্ষ।
গত ম্যাচে ১৯ বলে জীতেশ শর্মার ৪০ রানের ইনিংস ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছিল। ম্যাচ সেরা হয়েছিল রজত পাতিদার। অপরদিকে, সুয়াশ শর্মা, ক্রুণাল পাণ্ড্য উইকেট পাচ্ছেন। জশ হ্যাজেলউডের দুরন্ত বোলিং প্রতি মুহূর্তেই নজর কাড়ছে। এবার আরসিবির প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসি এবং আরেক প্রাক্তনী তথা শহরের ছেলে কেএল রাহুলের বিরুদ্ধে তিনি নতুন বল হাতে কেমন পারফর্ম করেন, তার দিকে নজর থাকবেই। দুই অজ়ি ফাস্ট বোলারের লড়াইয়ে কে বেশি প্রভাব ফেলবেন, সেটাই দেখার বিষয়। এক হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় সকলে।
আরও দেখুন