NOW READING:
অ্যাওয়েতে পাঁচে পাঁচ, তবে ঘরের মাঠে RCB-র হারের হ্যাটট্রিকের কারণ ঠিক কী? জানালেন পাতিদার
April 24, 2025

অ্যাওয়েতে পাঁচে পাঁচ, তবে ঘরের মাঠে RCB-র হারের হ্যাটট্রিকের কারণ ঠিক কী? জানালেন পাতিদার

অ্যাওয়েতে পাঁচে পাঁচ, তবে ঘরের মাঠে RCB-র হারের হ্যাটট্রিকের কারণ ঠিক কী? জানালেন পাতিদার
Listen to this article


বেঙ্গালুরু: চলতি মরশুমে বেশ ভালই ছন্দে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। আট ম্যাচে পাঁচটি জয়ের সুবাদে লিগ তালিকায় আপাতত চার নম্বরে রয়েছে আরসিবি। তবে বিস্ময়করভাবে আরসিবি বাইরের মাঠে পাঁচটিতে পাঁচটি ম্যাচ জিতলেও, ঘরের মাঠে তিনটিতেই পরাজিত হয়েছে। ঘরের মাঠে এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণ কী? এ বিষয়ে খোলসা করলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার (Rajat Patidar)।

পাতিদার জানান ঘরের মাঠে দলের হারের অন্যতম প্রধান কারণ হল শট নির্বাচন। তিনি বলেন, ‘শট নির্বাচন তো নিঃসন্দেহেই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ বছরের উইকেটে দুই ধরনের গতি ও বাউন্স দেখা যাচ্ছে। বোলররা সাহায্য পাচ্ছেন, বল ডিপ করছে, বাউন্সও পাচ্ছে। তাই আমার মনে হয় আমরা যত স্কোয়ারে শট মারার চেষ্টা করব, তত ভাল।’

তবে এখনও পর্যন্ত এবারের আইপিএলে আরসিবির যা ফর্ম তাতে সমর্থকরা এবার ট্রফি জয়ের স্বপ্ন দেখতেই পারেন। এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫ ম্যাচেই ছিনিয়ে নিয়েছে রজত পাতিদারের দল। ব্যাটিং লাইন আপে ফিল সল্ট, টিম ডেভিডরা আসার পর থেকে টপ থেকে লোয়ার অর্ডার বেশ শক্তিশালী হয়েছে। আবার বোলিং লাইন আপে ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউডরা পেস বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া স্পিনার অলরাউন্ডার ক্রুণাল পাণ্ড্যও প্রতি ম্যাচে কার্যকরী ভূমিকা নিচ্ছেন দলের সাফল্যে। 

রাজস্থান রয়্যালস অন্যদিকে এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র ২টো ম্যাচ জিতে ঝুলিতে ৪ পয়েন্টই পুরতে পেরেছে৷ পয়েন্ট টেবিলে তারা আট নম্বরে রয়েছে। আজকের ম্য়াচ থেকে বাকি ম্যাচগুলো প্লে অফের দৌড়ে টিকে থাকতে ভীষণ গুরুত্বপূর্ণ রাজস্থানের জন্য। এখনও পর্যন্ত আরসিবি ও রাজস্থানের মুখোমুখি মহারণে কিছুটা হলেও এগিয়ে বিরাট বাহিনীই। ৩২ বার এখনও পর্যন্ত আমনে সামনে হয়েছে দুটো দল। তার মধ্যে ১৬ বার জয় ছিনিয়ে নিয়েছে আরসিবি। অন্যদিকে ১৪ বার ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস। দু’টো ম্যাচের কোনও ফল নির্ধারিত হয়নি। এই পরিস্থিতিতে আজকের ম্য়াচে জিতলে ব্যবধান কিছুটা কমাতে পারবে রাজস্থান রয়্যালস। 

এবারের টুর্নামেন্টে দুই দলের মুখোমুখি সাক্ষাতে জয়পুরে প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল আরসিবি। এবার চিন্নাস্বামীতে আরসিবির ঘরের মাঠে রাজস্থান রয়্যালস ম্যাচ জিতে বদলা নিতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয় হতে চলেছে।  

আরও দেখুন



Source link