মুম্বই: ভারতীয় ক্রিকেট দলে কি সব কিছু ঠিক রয়েছে?
আইপিএলের (IPL 2025) মাঝেই একের পর এক এমন ঘটনা প্রকাশ্যে আসছে যে, সন্দিহান হওয়া ছাড়া উপায় থাকছে না।
গৌতম গম্ভীরের কোচিং টিমে আমূল বদল এসেছে। ছেঁটে ফেলা হয়েছে সহকারী ব্যাটিং কোচ অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাইকে। তবে সবচেয়ে বড় নাটকটা হচ্ছে অভিষেক নায়ারকে নিয়ে।
ভারতীয় দল থেকে ছাঁটাই হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা নাইট রাইডার্স শিবিরে নায়ক বরণ করে ফেরানো হয় নায়ারকে। সাপোর্ট স্টাফ করে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের আগে থেকেই কাজে নেমে পড়েছেন নায়ার।
এবার নায়ারকে প্রশংসায় ভরালেন রোহিত শর্মা। শুনে মনে হতে পারে, নায়ার তো আইপিএলে কেকেআরের সহকারী কোচ। আর রোহিত খেলেন মুম্বই ইন্ডিয়ান্সে। তা হলে কোন অঙ্কে নায়ারকে নিয়ে এত উচ্ছ্বসিত রোহিত?
ঘটনা হচ্ছে, ফর্ম নিয়ে সমালোচনায় জর্রজরিত রোহিত চলতি আইপিএলে প্রথম রান পেয়েছেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে ম্যাচেও প্রভাব বিস্তার করেন হিটম্যান। বা বলা ভাল, ম্যাচের রং পাল্টে দেন। ৪৫ বলে ৭৬ রানের অপরাজিত ও বিধ্বংসী ইনিংস খেলে। মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের নায়কও রোহিত। তাঁকেই দেওয়া হয় ম্যাচের সেরার পুরস্কার।
সেই ইনিংসের পরই ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন রোহিত। সেখানে নিজের একটি ছবি দিয়ে রোহিত লেখেন, ‘অনেক ধন্যবাদ অভিষেক নায়ার ভাই।’ নায়ারও মুম্বইয়ের ক্রিকেটার। নায়ারকে ভারতীয় দলের সহকারী কোচ করার পর বলা হয়েছিল, রোহিতের সঙ্গে গম্ভীরের মধ্যে যোগাযোগ রক্ষা নাকি তাঁর অন্যতম প্রধান ভূমিকা। রোহিতের সঙ্গে নায়ারের সুসম্পর্কের কথাই শোনা যায়। তবে দেশের মাটিতে নিউজ়িল্যান্ড ও পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বিপর্যয়ের পরই চাকরি হারালেন নায়ার।
ভারতীয় ক্রিকেটে জোর গুঞ্জন যে, নায়ারকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় রোহিতকে সম্পূর্ণ অন্ধকারে রেখে। তার জেরেই কি রোহিতের প্রকাশ্যে নায়ারের পাশে দাঁড়িয়ে পড়া? বুঝিয়ে দেওয়া যে, ভারতীয় দলে নায়ারের অবদান কতটা? কৌতূহল বাড়িয়ে দিল রোহিতের পোস্ট।
আরও দেখুন