NOW READING:
রোহিতকে বাদই দিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স? কেন খেলছেন না হিটম্যান, জানালেন হার্দিক
April 4, 2025

রোহিতকে বাদই দিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স? কেন খেলছেন না হিটম্যান, জানালেন হার্দিক

রোহিতকে বাদই দিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স? কেন খেলছেন না হিটম্যান, জানালেন হার্দিক
Listen to this article


লখনউ: তিনি অধিনায়ক হিসাবে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) পাঁচ-পাঁচটি আইপিএল (IPL) ট্রফি দিয়েছেন। ভারতের ওয়ান ডে ও টেস্ট দলের অধিনায়কও তিনি। সেই রোহিত শর্মাকে (Rohit Sharma) নেতৃত্ব থেকে আগেই সরিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এবার তাঁকে দল থেকেও বাদ দিয়ে দিল নাকি মুম্বই ইন্ডিয়ান্স?

শুক্রবার লখনউয়ে ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের আগে টসের পর মুম্বই ইন্ডিয়ান্সের টিমলিস্টে রোহিতের নাম নেই দেখেই প্রবল কৌতূহল তৈরি হল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। রোহিতকে কি দল থেকে বাদ দেওয়া হল? প্রশ্ন ঘুরপাক খেল সর্বত্র।

এমনিতে আইপিএলে এখন পুরো ম্যাচে খেলানো হচ্ছে না রোহিতকে। তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করছে নীতা ও মুকেশ অম্বানির দল। মুম্বই ইন্ডিয়ান্স ফিল্ডিং করার সময় ডাগ আউটে রাখা হচ্ছে রোহিতকে। পরে ব্যাটিংয়ের সময় নামানো হচ্ছে হিটম্যানকে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আগের ম্যাচে কেকেআরের ইনিংসের ১৫ ওভারের পর ফিল্ডিং করতে নামানো হয় রোহিতকে। পরে তিনি ইনিংস ওপেনও করেন।

সাধারণত ম্যাচ জেতার পর সেই দলই ধরে রাখা হয়। কোনও কোনও ক্ষেত্রে অবশ্য পরিকল্পনা ও কৌশলের অঙ্গ হিসাবে, পিচ ও পরিবেশ বুঝে দলে পরিবর্তন করা হয়। কিন্তু শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের একাদশে ও ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রোহিতের নাম না দেখেই জল্পনা তৈরি হয় সব মহলে।

টসের পর মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য অবশ্য রোহিতের না খেলার কারণ জানালেন। হার্দিক বললেন, ‘প্র্যাক্টিসের সময় হাঁটুতে চোট পেয়েছে রোহিত। তাই খেলছে না।’ পাশাপাশি যশপ্রীত বুমরা কবে খেলতে পারবেন, সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন হার্দিক। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকার ইয়ান বিশপকে বলেছেন, ‘যশপ্রীতের খুব দ্রুত ফেরা উচিত।’

 

আইপিএলে পিচ নিয়ে বিতর্ক চলছে। কখনও কলকাতা নাইট রাইডার্স, তো কখনও চেন্নাই সুপার কিংস কিংবা লখনউ সুপার জায়ান্টস – বাইশ গজ নিয়ে অসন্তোষ বা সন্তোষ জানিয়েছে একাধিক দল। বিশেষ করে ঘরের মাঠে সুবিধা পাওয়া নিয়ে। হার্দিক যদিও জানিয়েছেন, তাঁরা দল হিসাবে ঠিক করেছেন যে, পিচ নিয়ে কোনও মন্তব্য করবেন না।

আরও দেখুন





Source link