চেন্নাই: আর কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপরেই এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে পড়বে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। দুই সফলতম আইপিএল দলের (ট্রফি জয়ের নিরিখে) ম্যাচ মানেই বরাবর তারকার ছড়াছড়ি। সেই ম্য়াচেই খেলতে দেখা যাবে রোহিত শর্মাকে (Rohit Sharma)। তবে ম্যাচের আগেই নিজের দস্তানার কারণে চর্চায় রোহিত।
সিএসকের বিরুদ্ধে ম্যাচের রোহিতকে অনুশীলনে সাদা দস্তানা পরে ব্যাটিং করতে দেখা যায়। দস্তানার আঙুলের জায়গায় ছিল মুম্বই ইন্ডিয়ান্সের নীল, সোনালি রঙ। এই পর্যন্ত নতুনত্ব কিছুই নেই। কিন্তু সমর্থকদের নজর কাড়ে তাঁর দস্তানায় লেখা ‘SAR’। শুরুতে অনেকেই এই ‘SAR’-র অর্থ বুঝতে পারছিলেন না। তবে পরবর্তীতে বোঝা যায় এটা আদপে রোহিতের স্ত্রী, সন্তানদের আদ্যাক্ষর। সামাইরা, আহান ও রীতিকা, তিনজনের নামের আদ্যাক্ষর নিজের দস্তানায় লিখে রেখেছেন রোহিত।
ROHIT SHARMA’s BATTING GLOVES:
SAR – Samaira, Ahaan, Ritika 🤍 pic.twitter.com/oaIEB9rqrM
— Johns. (@CricCrazyJohns) March 22, 2025
ফ্যামিলিম্যান হিসাবেই পরিচিত রোহিত। তাঁর সোশ্যাল মিডিয়া ঘাটলেই পরিবারের সঙ্গে গুচ্ছ, গুচ্ছ ছবি পাওয়া যায়। ভারতীয় অধিনায়ক দস্তানায় দুই সন্তান ও স্ত্রীর আদ্যাক্ষর প্রিন্ট করিয়ে ফের একবার তাঁদের প্রতি নিজের ভালবাসারই বহিঃপ্রকাশ করলেন।
আরও দেখুন