মুম্বই: আইপিএলের মঞ্চে (IPL 2025) সোমবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (MI vs KKR)। কেকেআরের বিরুদ্ধে বিগত দুই ম্যাচ হারলেও, দাপুটে মেজাজে নাইটদের পরাজিত করে এ মরশুমে নিজেদের জয়ের খাতা খোলে মুম্বই ইন্ডিয়ান্স। তবে দল দাপট দেখালেও, তাঁর ব্য়াট কিন্তু শান্তই ছিল। ম্যাচশেষে সেই রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গেই গভীর আলোচনা করতে দেখা যায় পল্টনদের অন্যতম কর্ণধার নীতা আম্বানিকে (Nita Ambani)।
রোহিত শর্মা এখনও পর্যন্ত এই মরশুমের আইপিএলে ডাহা ব্য়র্থ বললেও খুব একটা ভুল বলা হবে না। তিন ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ২১ রান। একটি ম্যাচে তো খাতাই খুলতে পারেননি তিনি। কেকেআরের বিরুদ্ধেও ১২ বলে ১৩ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপরেই ম্য়াচ শেষে রোহিত ও নীতা আম্বানিকে বেশ গভীর আলোচনায় দেখা যায়। নীকতা আম্বানিকে বেশ গুরুগম্ভীরই দেখায়। দলের প্রাক্তন অধিনায়কের সঙ্গে কর্ণধারের এই কথোপকথনের ভিডিও নেটিজেনদের নজর কাড়ে এবং সোশ্যাল মিডিয়ায় তা ছড়িও পড়ে।
Rohit Sharma with Nita ambani after the match #Cricket #RohitSharma #nitaambani pic.twitter.com/gWkqTE8gQt
— Aman (@Amanriz78249871) April 1, 2025
অবশ্য তাঁরা কী বিষয়ে আলোচনা করছিলেন, তা জানা যায়নি। আইপিএলে ম্যাচশেষে ক্রিকেটারদের সঙ্গে কর্ণধারদের প্রায়ই কথা বলতে দেখা যায়। এ বিষয়টা নতুন কিছু নয়। তবে গত মরশুমে রোহিতের অধিনায়কত্ব যাওয়ার পর তাঁর সঙ্গে কর্ণধারদের সম্পর্কের অবনতি হয়েছে বলে অনেক তরফেই দাবি করা হয়। সেই ভিত্তিতেই এই আলোচনা ঘিরে সকলের উদ্বেগ। সেই সময় রোহিতের পাশে কেকেআরের বেঙ্কটেশ আইয়ারও উপস্থিত ছিলেন। রোহিত ও নীতার মধ্যে কী নিয়ে আলোচনা হয়, সেই বিষয়ে অবশ্য দুই তরফের কেউই এখনও মুখ খোলেননি।
এদিন ম্যাচের শুরুটা হয়েছিল কেকেআরের ব্যাটিং বিপর্যয় দিয়ে। মাত্র ১১৬ রানে অল আউট হয়ে যায় কেকেআর। এবারের আইপিএলে সর্বনিম্ন স্কোর। অশ্বনী কুমার অভিষেক ম্যাচে খেলতে নেমে ৪ উইকেট নেন। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি নাইট শিবির। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ে কোনও ধস নামল না। ৪৩ বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে রোহিত-হার্দিক পাণ্ড্যদের এটিউ প্রথম জয়।
মাত্র ৩৩ বলে হাফসেঞ্চুরি করেন রায়ান রিকেলটন। ৪১ বলে ৬২ রানে অপরাজিত রইলেন তিনি। রোহিত বড় রান পাননি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে তাঁকে খেলাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআর ইনিংসের ১৫তম ওভারে মাঠে নামানো হয় ভিগনেশ পুথুরের পরিবর্ত হিসাবে। ১২ বলে ১৩ রান করে ফিরলেন রোহিত। আন্দ্রে রাসেলের বলে। কেকেআর শিবিরে যেন প্রাণের সঞ্চার হয় কিছুটা। কিন্তু সেই আলো নিভে যেতেও সময় লাগেনি। উইল জ্যাকস ১৬ রান করলেন। তবে নাইটদের মেরুদণ্ড ভেঙে দেন সূর্যকুমার যাদব। ৯ বলে ২৭ রান করে অপরাজিত রইলেন স্কাই। তাঁর ব্যাট থেকে বেরল থ্রি সিক্সটি ডিগ্রি শট। পল্টনরা ১২.৫ ওভারে লক্ষ্যপূরণ করে ফেলে।
আরও দেখুন