# Tags
#Blog

আগামী আইপিএল মরশুমেও দিল্লি ক্যাপিটালসেই কি থাকছেন পন্থ?

আগামী আইপিএল মরশুমেও দিল্লি ক্যাপিটালসেই কি থাকছেন পন্থ?
Listen to this article



<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন কয়েকটি মরশুমে। দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও তাঁর ওপরই ভরসা রেখেছিল টিম ম্য়ানেজমেন্ট ও ফ্র্যাঞ্চাইজি। সূত্রের খবর, আগামী <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে মরশুমেও দিল্লি শিবিরেই থাকতে চলেছেন ঋষভ পন্থ। কিছুদিন আগে পর্যন্ত কানাঘুষো শোনা যাচ্ছিল যে নতুন মরশুমের আগে পন্থকে ছেড়ে দিতে পার দিল্লি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ক্রিকবাজের রিপোর্ট অনুসারে বাঁহাতি উইকেট কিপার ব্যাটারকে রিটেন করতে চলেছে দিল্লি ক্যাপিটালস। সেক্ষেত্রে আগামী মরশুমে তিনিই অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন।&nbsp;&nbsp;</p>
<p style="text-align: justify;">২০২২ সালের আইপিএলের সময় প্রথমবার পন্থকে রিটেন করেছিল দিল্লি শিবির। ১৬ কোটি টাকায় মেগা নিলামে তাঁকে দলে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি শিবির। এবার তাঁর দল আরও বাড়তে পারে। এখনও পর্যন্ত কতজন প্লেয়ারকে একট ফ্র্য়াঞ্চাইজি ধরে রাখতে পারবে, তার নিশ্চিত সংখ্যা কিছু জানানো হয়নি বোর্ডের তরফে। তবে যদি সংখ্যাটা পাঁচ হয়, সেক্ষেত্রে পন্থ, অক্ষর, কুলদীপ, স্টাবস ও ম্য়াকগুর্ক হয়ত পাঁচজন যাঁদের ধরে রাখবে দিল্লি শিবির।</p>
<p style="text-align: justify;">চেন্নাই টেস্টে&nbsp;খেলার তৃতীয় দিনে ব্যাট হাতে অর্ধশতরান হাঁকান পন্থ। গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর এই প্রথমবার টেস্ট ক্রিকেট খেলতে নেমেছিলেন। আর প্রত্যাবর্তনেই শতরান হাঁকালেন উইকেট কিপার ব্যাটার। ১০৯ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় দিনের শেষে ১২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। তৃতীয় দিনে গিলের সঙ্গে পার্টনারশিপে লিড চারশোর গণ্ডি পার করিয়ে দেন। ব্যাটিংয়ের সময়ই পন্থকে দেখা যায় শান্তকে নির্দেশ দিচ্ছেন যে ফিল্ডিং ঠিক নেই। একটি জায়গায় ফিল্ডিং সেট করতে হবে। সেই সময়ই মিড উইকেটের দিকে তাকিয়ে দেখান&nbsp;<a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের উইকেট কিপার ব্যাটার। অবাক করার বিষয় হল বাংলাদেশ অধিনায়ক শান্ত এই কথাটি শুনে তখনই একজন ফিল্ডারকে মিড উইকেটে নিয়ে আসেন।&nbsp;</p>
<p>চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৩৯ রানে শেষ হয়ে গিয়েছিল পন্থের ইনিংস। প্রথম ইনিংসেও বেশ ভাল শুরু করছিলেন। কিন্তু নিজের ভুলেই খোঁচা মেরে আউট হয়েছিলেন। অবশ্য দ্বিতীয় ইনিংসে একেবারেই কোনও ভুল করেননি। নিজের স্বভাবচিত ভঙ্গিতে চালিয়ে খেলে শতরান পূরণ করেন দিল্লির তরুণ উইখেট কিপার ব্যাটার। নিজের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকিয়েছিলেন পন্থ।</p>
<p>বাংলাদেশের বিরুদ্ধে দু ম্য়াচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্য়াচটি শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে।&nbsp;</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal