<p><strong>মুম্বই:</strong> মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে প্লে অফের দৌড়ে বিরাট ধাক্কা খেয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG)। তবে শুধু ম্যাচ হেরেই তাদের যন্ত্রণামুক্তি হচ্ছে না। এবার শাস্তির কোপ নেমে এল সঞ্জীব গোয়েঙ্কার দলের ওপর।</p>
<p>লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ এবং লখনউয়ের সকল খেলোয়াড়দের বিরাট অঙ্কের জরিমানা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।</p>
<p>রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ২১৫/৭ তোলে। রান তাড়া করতে নেমে লখনউ ১৬১ রানে অল আউট হয়ে যায়। মুম্বই ইন্ডিয়ান্স ৫৪ রানে ম্যাচ জিতে নেয়।</p>
<p>কেন জরিমানা হল পন্থ ও লখনউ সুপার জায়ান্টস দলের? মন্থর ওভার রেটের জন্য। নির্ধারিত সময়ে ওভার শেষ করতে পারেনি লখনউ সুপার জায়ান্টস। চলতি আইপিএলে লখনউ দ্বিতীয়বার মন্থর ওভার রেট করল। যার ফলে পন্থের মোটা জরিমানা হয়েছে। ছাড় পায়নি তাঁর নেতৃত্বাধীন দলও। আইপিএলের নিয়ম হচ্ছে, প্রথমবার স্লো ওভার রেটের জন্য শুধুমাত্র অধিনায়কের জরিমানা হয়। কিন্তু দ্বিতীয়বার একই জিনিস হলে অধিনায়কের পাশাপাশি গোটা দেলরও জরিমানা হয়।</p>
<p><strong>কত টাকা জরিমানা?</strong></p>
<p>আইপিএল কর্তৃক প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে যে, লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ ও গোটা দলের জরিমানা হয়েছে। প্রথম অপরাধের জন্য পন্থের ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছিল। রবিবার ফের সেই অপরাধ করায় ২৪ লক্ষ টাকা জরিমানা হয়েছে তাঁর। ইম্প্যাক্ট প্লেয়ার-সহ দলের বাকি সদস্যদের ছয় লক্ষ টাকা করে জরিমানা হয়েছে।</p>
<p><strong>আইপিএল-এর সবচেয়ে দামি খেলোয়াড়ের খারাপ ফর্ম চলছে</strong></p>
<p>ঋষভ পন্থ <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a> ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়। মহানিলাম থেকে লখনউ সুপার জায়ান্টস তাঁকে ২৭ কোটি টাকায় কিনেছিল। দলের অধিনায়কও করা হয়েছিল তাঁকে। লখনউ এখনও প্লে অফের দৌড়ে রয়েছে। কিন্তু অধিনায়ক এখনও পর্যন্ত হতাশ করেছেন। রবিবারও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। ঋষভ পন্থ ১০ ম্যাচে মাত্র ১১০ রান করেছেন, যেখানে মাত্র একটি ইনিংসে তিনি ৬৩ রান করেছিলেন।</p>
<p>রবিবার মুম্বইয়ের কাছে হেরে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে রয়েছে লখনউ। ১০ ম্যাচে এটা তাদের পঞ্চম হার। বাকি ৪ ম্যাচ লখনউয়ের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ১০ পয়েন্ট রয়েছে পন্থদের। প্লে অফে উঠতে গেলে বাকি চার ম্যাচের মধ্যে তিনটিতে জিততেই হবে লখনউ সুপার জায়ান্টসকে।</p>
Source link
আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারকে বিরাট অঙ্কের জরিমানা, ম্যাচ হারলেও ছাড় পেল না গোটা দল
