# Tags
#Blog

কবের মধ্যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলিকে নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে?

কবের মধ্যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলিকে নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে?
Listen to this article


নয়াদিল্লি: শনিবার, ২৮ সেপ্টেম্বর আইপিএলের গভর্নিং কাউন্সিলের তরফে ফ্র্যাঞ্চাইজিদের রিটনেশনের (IPL 2025 Retention) সংখ্যা এবং রিটেনশন সংক্রান্ত না না নিয়মাবলী জানানো হয়েছে। তবে কবের মধ্যে জানাতে হবে এই রিটনেশন তালিকা?

শনিবার বেঙ্গালুরুতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক ছিল। সেই বৈঠকের পরেই আইপিএলের রিটেনশন সংক্রান্ত একগুচ্ছ নিয়ম জানানো হয়েছে। ক্যাপড এবং আনক্যাপড ক্রিকেটারদের ক্রিকেটার মিলিয়ে মোট ছয়জনকে ফ্র্যাঞ্চাইজিরা ধরে রাখতে পারবে বলে জানানো হয়েছে। এই ছয়জন ক্রিকেটারকে রিটনেশন বা আরটিএম কীভাবে ফ্র্যাঞ্চাইজিরা ধরে রাখতে চান, তা ফ্র্যাঞ্চাইজিদের ওপরেই ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু কবের মধ্যে জানাতে হবে এই রিটেনশন তালিকা?

আসন্ন মেগা নিলামের আগে অনেক মহাতারকাদেরই দলবদলের খবর নিয়ে শোরগোল শোনা যাচ্ছে। তাই ফ্র্যাঞ্চাইজিরা ঠিক কাদের ধরে রাখতে চাইছে, তা জানতে মুখিয়ে রয়েছে দলগুলির অনুরাগীরাও। খবর অনুযায়ী ৩১ অক্টোবর বিকেল ৫ টার মধ্যে এই তালিকা জানিয়ে দিতে হবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের। এই সময়ের মধ্যে যদি কোনও ক্রিকেটার ভারতীয় দলের হয়ে অভিষেক ঘটান, তাহলে তিনি আনক্যাপড থেকে ক্যাপড তালিকায় চলে যাবেন।

 

আসন্ন মরশুমের জন্য বরাদ্দ টাকার পরিমাণও কিন্তু অনেকটাই বেড়েছে। নিলামের জন্য বরাদ্দ টাকাও বারিয়ে ১২০ কোটি করা হয়েছে। পরের মরশুমের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির কথা ঘোষণা করা হয়েছে। সেইজন্য বাড়তি  পারফরম্যান্স পে এবং নিলামের জন্য বরাদ্দ টাকার সঙ্গে এই ম্যাচ ফির টাকাও যোগ করা হবে। পরের মরশুমের জন্য এইগুলি সব যোগ করে এক ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক ১৪৬ কোটি টাকা খরচ করতে পারবে, যেখানে এই মরশুমে সেটা ছিল ১১০ কোটি। এই স্যালারি কাপ প্রতি বছরই বাড়বে। ২০২৬ মরশুমের জন্য ১৪৬ কোটি টাকা বেড়ে হবে ১৫১ কোটি এবং তার পরের মরশুমে সেটা দাঁড়াবে ১৫৭ কোটি টাকায়।

এবার খালি ফ্র্যাঞ্চাইজিগুলির রিটেনশন তালিকা ঘোষণা করার অপেক্ষা। জল্পনা-কল্পনা কিন্তু পুরোদমে চলছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দিল্লি ছেড়ে আরসিবিতে যোগ দিচ্ছেন পন্থ! জল্পনা নিয়ে নিজেই মুখ খুললেন ঋষভ 

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal