NOW READING:
মাঠে ঢুকে প্রণাম করার জন্য লোক ভাড়া করেছিলেন রিয়ান পরাগ? বেনজির বিতর্কে তোলপাড় আইপিএল
March 27, 2025

মাঠে ঢুকে প্রণাম করার জন্য লোক ভাড়া করেছিলেন রিয়ান পরাগ? বেনজির বিতর্কে তোলপাড় আইপিএল

মাঠে ঢুকে প্রণাম করার জন্য লোক ভাড়া করেছিলেন রিয়ান পরাগ? বেনজির বিতর্কে তোলপাড় আইপিএল
Listen to this article


গুয়াহাটি: গত শনিবারের ঘটনা। ২২ মার্চ, ইডেন গার্ডেন্সে আইপিএলের (IPL 2025) উদ্বোধন। কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (KKR vs RCB) ম্যাচে মাঠে ঢুকে পড়েছিলেন এক ক্রিকেটভক্ত। বিরাট কোহলিকে সাষ্টাঙ্গে প্রণাম করেন তিনি। কোহলিকে আলিঙ্গনও করেন। পরে নিরাপত্তারক্ষীরা তাঁকে পাকড়াও করেন। জানা যায়, তাঁর নাম ঋতুপর্ণ পাখিরা। গ্রেফতার হয়েছিলেন বছর আঠেরোর তরুণ। পরে জামিন পান। সঙ্গে বলা হয়েছে, চলতি আইপিএলে আর মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না ঋতুপর্ণ।

সেই কাণ্ড ফের ঘটল। এবার গুয়াহাটিতে। বুধবার যে মাঠে মুখোমুখি হয়েছিল কেকেআর ও রাজস্থান রয়্যালস। কেকেআরের বিরুদ্ধে রাজস্থান ৮ উইকেটে হেরে গেলেও রিয়ান পরাগকে নিয়ে গুয়াহাটিতে বেশ উন্মাদনা ছিল।

ম্যাচ চলাকালীন একজন ভক্ত মাঠে ঢুকে পড়ে পরাগের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। আইপিএলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন। যদিও সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি নিয়ে ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশ ঘটনাটিকে কটাক্ষ করতে শুরু করেছেন। তাঁদের মতে পুরো ঘটনাটিই সাজানো। নিজের জনপ্রিয়তা প্রমাণ করতে নাকি ১০ হাজার টাকা দিয়ে ওই যুবককে ভাড়া করেছিলেন রিয়ান!

বুধবার টসের সময় স্থানীয় সমর্থকেরা রিয়ানের নামে জয়ধ্বনি দেন। মাইক হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকদের করতালিতে স্টেডিয়াম ভরে ওঠে। সমর্থকদের উদ্দেশে রিয়ান বলেন, তাঁদের সামনে নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত। কিন্তু সমস্ত ঘটনাকে ছাপিয়ে যায় কেকেআর ইনিংসের দ্বাদশ ওভারের ঘটনা। কুইন্টন ডি’ককের বিরুদ্ধে বল করতে যাচ্ছিলেন রিয়ান । ঠিক তখনই এক সমর্থক মাঠে ঢুকে রাজস্থান অধিনায়কের পা ছুঁয়ে ফেলেন। সঙ্গে সঙ্গেই এক নিরাপত্তারক্ষী তাঁকে বার করে দেন ।

এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রোলিং। কেউ কেউ কটাক্ষের সুরে লেখেন, ‘রিয়ানের মতো খেলোয়াড়েরও ভক্ত আছে ভেবে হতবাক লাগছে। এত খারাপ দিনও এল।’ আরেকজন নেটিজেন লেখেন, ‘ভারতে বীরপুজো সংস্কৃতি আসলে একটা রোগ। ভারতীয় দলের হয়ে বেশিদিন খেলেননি রিয়ান পরাগ । মাত্র একটাই ভালো আইপিএল মরশুম কাটিয়েছেন । আর তাতেই ভক্তের ভগবান হয়ে উঠেছেন! পুরোটাই সাজানো ঘটনা।’                

 

আরও দেখুন





Source link