NOW READING:
ফের ব্যর্থ কোহলি, বাতিল সিরাজের ধাক্কায় ঘরের মাঠে ডুববে আরসিবি-র নৌকা?
April 2, 2025

ফের ব্যর্থ কোহলি, বাতিল সিরাজের ধাক্কায় ঘরের মাঠে ডুববে আরসিবি-র নৌকা?

ফের ব্যর্থ কোহলি, বাতিল সিরাজের ধাক্কায় ঘরের মাঠে ডুববে আরসিবি-র নৌকা?
Listen to this article


বেঙ্গালুরু: কোনও দিন আইপিএল (IPL) ট্রফি জয়ের স্বাদ পায়নি। অথচ এবারের আইপিএলে প্রথম দুই ম্যাচে পরপর হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসকে। যে দুই দলের মিলিত আইপিএল ট্রফির সংখ্যা ৮!

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছেন ভক্ত, সমর্থকেরা। বুধবার চলতি আইপিএলে প্রথমবার ঘরের মাঠে নামল আরসিবি। যে চিন্নাস্বামীকে ব্যাটারদের স্বর্গ মনে করা হয়। আইপিএলের ইতিহাসে প্রথম ম্যাচে এই মাঠেই তাণ্ডব চালিয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। যে ইনিংস আইপিএলে রূপকথা হয়ে রয়েছে। এই মাঠে দুশো রানও নিরাপদ নয় বলেই মনে করা হয়। 

অথচ সেই মাঠেই শুরুতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল আরসিবি। ব্যাট হাতে ব্যর্থ হলেন দলের সেরা তারকা বিরাট কোহলি। ইনিংস ওপেন করতে নেমেছিলেন। ৬ বলে ৭ রান করে আর্শাদ খানের শিকার ম্যাচের দ্বিতীয় ওভারেই। তারপরই মহম্মদ সিরাজের হানা। নিজের পুরনো দলের বিরুদ্ধে যেন প্রমাণ করার বাড়তি তাগিদ নিয়ে নেমেছিলেন হায়দরাবাদের পেসার। ফিল সল্ট ও দেবদত্ত পাড়িক্কল – আরসিবি ব্যাটিংয়ের দুই স্তম্ভকে বোল্ড করে দিলেন সিরাজ। ৭ ওভারের শেষে আরসিবির স্কোর দাঁড়াল ৪৭/৪। অনেকের মনে পড়ে যাচ্ছিল মাত্র ৪৮ ঘণ্টা আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের ব্যাটিং বিপর্যয়ের কথা।

সিরাজ শেষ পর্যন্ত ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে নিলেন ৩ উইকেট। ৪ ওভারে ২২ রানে ২ উইকেট সাই কিশোরের। গুজরাত টাইটান্স বোলারদের দজাপটের দিনে আরসিবি যদিও স্কোরবোর্ডে ভদ্রস্থ রান তুলল। সৌজন্যে লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মা। সিরাজের বলে আউট হয়ে ফেরার আগে লিভিংস্টোন ৪০ বলে করে গেলেন ৫৪ রান। জিতেশ শর্মা ২১ বলে ৩৩ রানে আউট হলেন। শেষ দিকে চালিয়ে খেলে ১৮ বলে ৩২ রান করলেন টিম ডেভিড।

 

টস জিতে আরসিবিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল। ২০ ওভারে আরসিবি তুলল ১৬৯/৮। যদিও ম্যাচ জেতার জন্য সেই রান যথেষ্ট কি না, তা নিয়ে সংশয় রয়েছে। গিল-বাটলাররা ছন্দে থাকলে ঘরের মাঠেই কপাল পুড়তে পারে আরসিবি-র।

আরও দেখুন





Source link