নয়াদিল্লি: আর মাত্র দিন দু’য়েক, তারপরেই পুনরায় শুরু হয়ে যাচ্ছে আইপিএলের মহারণ (IPL 2025)। টুর্নামেন্ট পুনরায় শুরু হওয়ার পর প্রথম ম্য়াচেই মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আরসিবি কিন্তু বর্তমানে আট ম্যাচ জিতে বেশ ভাল জায়গায় রয়েছে। খাতায় কলমে প্লে-অফ নিশ্চিত করতে আর মাত্র একটি ম্যাচ জিততে হবে। তবে আরসিবি টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর বড় ধাক্কা খেয়েছিল। দলের এক তারকা ক্রিকেটারের টুর্নামেন্টের বাকি ম্যাচ না খেলার সম্ভাবনার কথাই একাধিক রিপোর্ট দাবি করা হচ্ছিল। কিন্তু বর্তমান খবর অনুযায়ী পরিস্থিতি বদলেছে।
কোন ক্রিকেটারের বিষয়ে এখানে বলা হচ্ছে? তিনি আর কেউ নন জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। চলতি মরশুমে তিনিই ১৮ উইকেট নিয়ে আরসিবির সফলতম বোলার। টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগে আইপিএলে আরসিবির শেষ ম্যাচে হ্যাজেলউডের কাঁধে চোট থাকায় তিনি ম্যাচ খেলতে পারেননি। এই বছরের শুরুর দিকেই হ্যাজেলউড চোট সমস্যায় অজ়ি দলের হয়েও অনেক ম্য়াচ খেলতে পারেননি।
সামনেই আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তাই ঝুঁকি নিয়ে আইপিএল খেললে তাঁর সেই ফাইনালে খেলা নিয়ে চাপ হলেও হতে পারত। সব মিলিয়েই ESPNCricinfo-র এক রিপোর্টে হ্যাজেলউডের বাকি আইপিএল খেলা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছিল। তবে বর্তমান রিপোর্টে দাবি করা হচ্ছে অজ়ি তারকা ভারতে আসবেন। কিন্তু তিনি কবে যোগ দেবেন, সেই নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
আরসিবির ক্ষেত্রে আরও একটি সুখবর। দলের আরেক তারকা ফাস্ট বোলার লুঙ্গি এনগিদির টুর্নামেন্টের প্লে-অফে খেলা নিয়েও সংশয় ছিল। তবে সেই সংশয় কাটতে চলেছে। আইপিএলের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৬ মে পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফিরে যাওয়ার কথা ছিল। তবে খবর অনুযায়ী প্রোটিয়া বোর্ড নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং এর ফলে তাঁরা বাকি টুর্নামেন্টের জন্য তাঁদের তারকা ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতিও দিতে চলেছে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডিরেক্টর এনক এনকাওয়ে দাবি করেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, বিসিসিআই ও আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে এবং তারপরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে যে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কোর্টে বল নেই, সেই বিষয়েও আভাস দেন তিনি। অর্থাৎ এনগিদিও সম্ভবত গোটা আইপিএলেই খেলতে পারবেন।
আরও দেখুন