NOW READING:
চাপের মুখে জাডেজা, দুবের জোড়া অর্ধশতরান, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৭৬ রান তুলল সিএসকে
April 20, 2025

চাপের মুখে জাডেজা, দুবের জোড়া অর্ধশতরান, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৭৬ রান তুলল সিএসকে

চাপের মুখে জাডেজা, দুবের জোড়া অর্ধশতরান, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৭৬ রান তুলল সিএসকে
Listen to this article


মুম্বই: কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের (Mumbai Indians vs Chennai Super Kings)
ম্যাচেও তেমনটাই দেখা গেল। এমনিই আইপিএল (IPL 2025) লিগ তালিকায় সবার নীচে রয়েছে সিএসকে। আজকের ম্যাচ হারলে প্লে অফে পৌঁছনোর রাস্তা বিরাট কঠিন হয়ে পড়বে হলুদ ব্রিগেডের। এমন পরিস্থিতিতে দলের হয়ে প্রথম ইনিংসে ব্যাট হাতে ত্রাতা হয়ে উঠলেন হলুদ ব্রিগেডের দুই বহু যুদ্ধের ঘোড়া রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও শিবম দুবে (Shivam Dube)।

দুই তারকাই হাঁকালেন অর্ধশতরান, গড়লেন হাফসেঞ্চুরি পার্টনারশিপও। সেই সুবাদেই নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তুলল সিএসকে। রবীন্দ্র জাডেজা সিএসকে হয়ে সর্বাধিক ৫৩ রানের ইনিংস খেলেন। ওয়াংখেড়েতে এই রান জয়ের জন্য যথেষ্ট হয় কি না, সেটাই দেখার। ২৫ রানে দুই উইকেট নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এই ম্যাচের সেরা বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য। শুরুটা বেশ মন্থরভাবেই করেছিল সিএসকে। সেই গতি বাড়ানোর লক্ষ্যে রাচিন রবীন্দ্র বড় শট মারতে গিয়ে অশ্বিনী কুমারের বলে আউট হন তিনি। তবে ১৭ বছর ২৩৮ দিনে কনিষ্ঠতম সিএসকে ক্রিকেটার হিসাবে নিজের আইপিএল অভিষেক ঘটানো আয়ুষ মাত্রে নেমেই নিজের প্রতিভা দেখান। প্রথম বলে এক রান নিলেও, তারপর তিন বলে দুই ছক্কা ও একটি চার মারেন তিনি। তাঁর ৩২ রানের ঝোড়ো ইনিংস থামান চাহার। শেখ রশিদও ১৯ রানে ফেরেন। আট ওভারে ৬৩ রানে তিন উইকেট হারিয়ে খানিক চাপেই ছিল সিএসকে। এমন সময়ই ইনিংসের হাল ধরেন দুবে ও জাডেজা।

দুইজনে মিলে শুরুটা দেখেশুনে করে তারপর আক্রমণ শুরু করেন। অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন তাঁরা। তবে ৩০ বলে অর্ধশতরান পূরণ করার পরেই দুবে সাজঘরে ফেরেন বুমরার বলে। চার ওভার বাকি থাকায় ধোনি নামেন ক্রিজে। তবে তিনিও বুমরার শিকার হন। এই নিয়ে চতুর্থবার। শেষের দিকে অবশ্য তখনও অপরপ্রান্তে উপস্থিত থাকা রবীন্দ্র জাডেজা আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন। ৩৪ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন জাডেজা। তাঁর কেরিয়ারের চতুর্থ আইপিএল অর্ধশতরান এটি। ওয়াংখেড়ের পিচ খুব কঠিন না হলেও, খুব সহজও নয়। তাই এই রানে সিএসকে যে লড়াই করতে পারবে, তা বলাই বাহুল্য।   

 

আরও দেখুন



Source link