NOW READING:
ঘরে ফিরলেন অশ্বিন, ৯.৭৫ কোটি মূল্যে ১০ বছর পর সিএসকেতে তারকা স্পিনার
November 24, 2024

ঘরে ফিরলেন অশ্বিন, ৯.৭৫ কোটি মূল্যে ১০ বছর পর সিএসকেতে তারকা স্পিনার

ঘরে ফিরলেন অশ্বিন, ৯.৭৫ কোটি মূল্যে ১০ বছর পর সিএসকেতে তারকা স্পিনার
Listen to this article


জেড্ডা: ১১ বছর পর ফের চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সিতে দেখা যাবে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। গত মরশুম পর্যন্ত রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) জার্সিতে খেলেছিলেন তারকা স্পিনার। রাজস্থান রিটেন করেনি এবার অশ্বিনকে। আর এরপর থেকেই শোনা যাচ্ছিল যে চেন্নাই সুপার কিংসে ফিরতে পারেন অশ্বিন। ২০১৫ সালে শেষবার সিএসকের জার্সিতে খেলেছিলেন। এরপর নিলামে ২ কোটি টাকা বেস প্রাইস ছিল অভিজ্ঞ ক্রিকেটারের। শুরু থেকেই অশ্বিনকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল চেন্নাই সুপার কিংস। দৌড়ে ছিলেন লখনউ সুপারজায়ান্ট। ২.২০ কোটি টাকা দর তুলেছিল লখনউ সুপারজায়ান্ট। অশ্বিনকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসও। ৫ কোটি টাকা যখন দর উঠেছে, তখন রাজস্থান দৌড়ে ঢুকে পড়ে। ৮.২৫ কোটি থেকে দর হাঁকানো শুরু করে সিএসকে। রাজস্থান ৯.৫০ কোটি দর হাঁকিয়েছিল। এরপর যদিও আর এগোতে চায়নি তারা। ৯ কোটি ৭৫ লক্ষ মূল্যে শেষ পর্যন্ত সিএসকে নিয়ে নেয় অশ্বিনকে।

ধোনির অধিনায়কত্বেই আইপিএলে অভিষেক হয়েছিল অশ্বিনের। 

আরও দেখুন



Source link