জয়পুর: দেখে কে বলবে সে আইপিএলের (IPL 2025) ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার। শনিবার রাজস্থান রয়্যালসের জার্সিতে অভিষেক ম্যাচ খেলতে নামার সময় তার বয়স ছিল ১৪ বছর ২৩ দিন। এত অল্প বয়সে আইপিএল খেলেননি কোনও ক্রিকেটারই।
ইতিহাস গড়ার দিন ব্যাট হাতেও নজর কাড়ল বিহারের কিশোর বৈভব সূর্যবংশী। যার জুতো পা গলিয়েছিল, আইপিএলে তিনি বেশ বড় নাম। সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসের অধিনায়ক। চোট পাওয়ায় সঞ্জু শনিবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে পারেননি। তাঁর পরিবর্তে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেন রিয়ান পরাগ। আর সঞ্জুর বিকল্প ক্রিকেটার হিসাবে খেলানো হয় বৈভবকে। ইমপ্যাক্ট সাব হিসাবে বৈভব ব্যাট করে। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস ওপেন করে কিশোর ক্রিকেটার।
আর আইপিএল অভিষেকে প্রথম বলেই ছক্কা হাঁকায় বৈভব। শার্দুল ঠাকুরের বলে। সব মিলিয়ে ২০ বলে ৩৪ রান। ২টি চার ও ৩টি ছক্কা। ১৭০ স্ট্রাইক রেটে ব্যাটিং করল বৈভব। অভিষেকেই সুপারহিট।
যদিও আউট হয়ে বেজায় হতাশ বৈভব। মাঠ ছেড়ে বেরনোর সময় কেঁদেই ফেলল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই সমবেদনা জানিয়েছেন বৈভবকে। পাশাপাশি তাঁকে মন খারাপ না করার পরামর্শ দিয়েছেন বেশিরভাগ ক্রিকেটপ্রেমী। বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে যেভাবে সেয়ানে সেয়ানে টক্কর দিয়েছে বৈভব, তারিফ করার মতোই।
ম্যাচের প্রথম বল গড়ানোর আগেই, আরও নির্দিষ্ট করে বললে, টসের সময় থেকেই হইচই শুরু হয়ে গিয়েছিল বৈভবকে নিয়ে। বয়স মাত্র ১৪ বছর ২৩ দিন। চোট পাওয়া সঞ্জু স্যামসনের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামিয়ে দিল রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার বিহারের কিশোর।
Great Beginning! 6️⃣🌟
14-year-old debutant #VaibhavSuryavanshi announces himself in style – smashing the very first ball he faces in the IPL for a SIX! 💥
This is truly #IndianPossibleLeague 🙌🏻
Watch the LIVE action ➡ https://t.co/3WHRLHfS94 #IPLonJioStar 👉 #RRvLSG | LIVE… pic.twitter.com/GeF8rnOLYD
— Star Sports (@StarSportsIndia) April 19, 2025
ইতিহাস গড়ার ম্যাচে শুরুটাও দারুণ করে বৈভব। সামনে ১৮১ রানের বড় লক্ষ্য। ঘাবড়ে যায়নি। প্রথম যে বলটি খেললেন, শার্দুল ঠাকুরের সেই বলটিই ফেললেন বাউন্ডারির বাইরে। ছক্কা মেরে শুরু করে বৈভব। এইডেন মারক্রামের বলে যখন তাকে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় স্টাম্প করলেন ঋষভ পন্থ, বৈভবের নামের পাশে জ্বলজ্বল করছে ২০ বলে ৩৪ রান। মাঠ ছেড়ে বেরনোর সময় বৈভবের চোখে জল। আইপিএল অভিষেকেই নজর কাড়ল বিহারের কিশোর।
আরও দেখুন