আমদাবাদ: একেই দল বড় ব্যবধানে পরাজিত হয়েছে, লিগ তালিকাতেও বেশ পিছনের দিকে তাঁরা, তার ওপর এবার কড়া শাস্তি পেলেন অধিনায়ক। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের পরেই আইপিএল (IPL 2025) কর্তৃপক্ষের তরফে শাস্তি দেওয়া হল রাজস্থান নেতা সঞ্জু স্যামসনকে (Sanju Samson)।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নির্ধারিত সময়ে নিজেদের ২০ ওভার সম্পূর্ণ করতে পারেনি রাজস্থান রয়্যালস। এর খেসারত দিতে হল দলের অধিনায়ককে। এক, দুই নয়, ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে স্যামসনকে। এ মরশুমে এই নিয়ে তাঁর দলের দ্বিতীয়বার নির্ধারিত সময়ে ২০ ওভার শেষ করতে ব্যর্থ হওয়ায় এত বড় শাস্তি পেলেন স্যামসন।। তবে এবারের নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র কিন্তু স্যামসন নন, ইমপ্যাক্ট ক্রিকেটারসহ গোটা দলকেই শাস্তি দেওয়া হয়েছে।
আইসিসি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে স্যামসনকে যেখানে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, সেখানে দলের বাকি ক্রিকেটারদের ছয় লক্ষ বা তাঁদের ম্যাচ থেকে প্রাপ্ত বেতনের এক চতুর্থাংশ, যেটা কম হবে, সেই পরিমাণ অর্থ জরিমানা করা হবে।
𝘚𝘵𝘢𝘳𝘵𝘦𝘥 𝘸𝘪𝘵𝘩 𝘢 𝘴𝘵𝘶𝘮𝘣𝘭𝘦. 𝘕𝘰𝘸 𝘵𝘩𝘦𝘺’𝘳𝘦 𝘴𝘵𝘰𝘳𝘮𝘪𝘯𝘨 𝘵𝘩𝘳𝘰𝘶𝘨𝘩.#GT make it 4️⃣ wins in a row to claim the 🔝 spot 💙#TATAIPL | #GTvRR | @gujarat_titans pic.twitter.com/OupwppbxRU
— IndianPremierLeague (@IPL) April 9, 2025
বুধবার ম্যাচে ব্যাট হাতে প্রথমার্ধে রোশনাই দেখালেন সাই সুদর্শন। ৫৩ বলে ৮২ রান। গুজরাতের স্কোরকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে চলে যান তিনিই। উঠে ২১৮ রান। সেই বড় লক্ষ্য তাড়া করতে নেমে যশস্বী বড় রান পেলে ম্যাচের রং পাল্টে যেতে পারত। কিন্তু পারলেন না যশস্বী। আর্শাদ খানের বলে মাত্র ৬ রান করে রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। সঞ্জু স্যামসন (২৮ বলে ৪১ রান), শিমরন হেটমায়ার (৩২ বলে ৫২ রান) ও কিছুটা রিয়ান পরাগ (১৪ বলে ২৬ রান) চেষ্টা করেছিলেন।
কিন্তু ম্যাচে কখনওই মনে হয়নি যে, গুজরাত টাইটান্সের স্কোর পেরিয়ে যেতে পারে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনরা পুরো ২০ ওভার ব্যাটিংও করতে পারেননি। ১৯.২ ওভারে ১৫৯ রানে শেষ হয়ে গেল রাজস্থানের ইনিংস। ৫৮ রানে ম্যাচ জিতে নিলেন শুভমন গিলরা। তিন উইকেট প্রসিদ্ধ কৃষ্ণর। ২টি করে উইকেট নিলেন রশিদ খান ও সাই কিশোর। একটি করে উইকেট মহম্মদ সিরাজ, আর্শাদ খান ও কুলবন্ত খেজরোলিয়ার।
আরও দেখুন