# Tags
#Blog

আইপিএলের আগে চমক রাজস্থান রয়্যালসের, বাংলার প্রাক্তন কোচের হাতে স্পিনারদের দায়িত্ব

আইপিএলের আগে চমক রাজস্থান রয়্যালসের, বাংলার প্রাক্তন কোচের হাতে স্পিনারদের দায়িত্ব
Listen to this article


জয়পুর: আইপিএলে (IPL 2025) এর আগেও তিনি কাজ করেছেন রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals)। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজস্থানের সাপোর্ট স্টাফে ছিলেন তিনি। একটা সময় বাংলা দলের কোচিংও করিয়েছেন। মনোজ তিওয়ারি, অশোক ডিন্ডা, প্রজ্ঞান ওঝাদের কোচ ছিলেন।

সেই সাইরাজ বাহুতুলে ফের আইপিএল দলের দায়িত্বে। এবার তাঁকে স্পিন বোলিং কোচ হিসাবে নিয়োগ করল রাজস্থান রয়্যালস। যে দল কিংবদন্তি শ্যেন ওয়ার্নের নেতৃত্বে প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল।

কোচিংয়ে আসার পর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) সঙ্গেও যুক্ত ছিলেন বাহুতুলে। রাহুল দ্রাবিড় জাতীয় দলের হেড কোচ থাকার সময় যেমন তাঁর সঙ্গে কাজ করেছেন, তেমনই গৌতম গম্ভীরের সঙ্গেও ভারতের ডাগ আউটে দেখা গিয়েছে বাহুতুলেকে। আবার তিনি আইপিএলে ফিরছেন।

বৃহস্পতিবার বড় ঘোষণা করল আইপিএলের দল (IPL) রাজস্থান রয়্যালস (RR)। টুর্নামেন্টের আসন্ন সংস্করণের জন্য সাইরাজ বাহুতুলেকে তাদের স্পিন বোলিং কোচ হিসাবে নিযুক্ত করেছে রাজস্থান রয়্যালস। প্রাক্তন ভারতীয় স্পিনার এর আগে তিন মরশুম রাজস্থানের কোচিং স্টাফের অংশ ছিলেন।

মুম্বইয়ের ক্রিকেটার বাহুতুলে ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল নাম। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৩০- টিরও বেশি উইকেট এবং ৬০০০ রানের দুর্দান্ত রেকর্ড রয়েছে বাহুতুলের ঝুলিতে।

 

বাহুতুলে ১৯৯৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে আন্তর্জাতিক অভিষেক ঘটান। ২০০১ সালে বিখ্যাত বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্টের সময় তাঁর টেস্ট অভিষেক হয়। তিনি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে আটটি ওয়ান ডে ম্যাচ এবং দুটি টেস্ট খেলেছেন। সব মিলিয়ে ৬২ রান করেন এবং পাঁচ উইকেট নেন।

আরও পড়ুন: আইপিএল শুরুর আগে বিরাট ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের, ছিটকে গেলেন তরুণ ক্রিকেটার

রাজস্থানের প্রধান বোলিং কোচ শ্যেন বন্ড। তাঁর সহকারী হিসাবে কাজ করবেন বাহুতুলে। ভারতীয় দলের ভারপ্রাপ্ত বোলিং কোচ হিসাবেও এক সময় কাজ করেছেন তিনি। গৌতম গম্ভীরের সঙ্গে গত বছর শ্রীলঙ্কা সফরেও গিয়েছিলেন। সেই সাইরাজ বাহুতুলে এবার বোর্ডের চাকরি ছেড়ে আইপিএলের দলে যোগ দিচ্ছেন।

আরও পড়ুন: উদাহরণ তৈরি করলেন গম্ভীর, চোখ, কিডনি-সহ আর কোন অঙ্গদানের অঙ্গীকার?

 

আরও দেখুন





Source link

WATCH | Rohit Sharma | Champions Trophy 2025: রোহিতের ‘অ্যাকিউট মেমোরি লস’ হয়েছে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই জানালেন ডাক্তার…

WATCH | Rohit Sharma | Champions Trophy

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal