<p style="text-align: justify;"><strong>জয়পুর:</strong> তারকাখচিত আইপিএল। দেশ-বিদেশের খ্য়াতনামা সব প্লেয়ারের ছড়াছড়ি প্রতিটি দলেই। তার মধ্যেই জায়গা করে নিয়েছেন ১৩ বছরের বৈভব সূর্যবংশী। আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে দেখা যাবে ১৩ বছরের এই তরুণ ব্যাটারকে। গত বছর জেড্ডায় আয়োজিত নিলাম থেকেই বৈভবকে দলে নিয়েছে রাজস্থান শিবির। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে নাম লিখিয়েছেন বৈভব। কিন্তু আদৌ কি কোনও ম্য়াচে এবার খেলার সুযোগ পাবেন তিনি? এই বিষয়ে অবশ্য় কোনও নিশ্চয়তাই দিতে পারলেন না দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।</p>
<p style="text-align: justify;">নিলাম থেকে ১ কোটি ১০ লক্ষ টাকায় বৈভবকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ২০২৪ সালে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্য়ান্স, বিশেষ করে বিজয় হাজারে ট্রফিতে তাঁর ব্যাটিং দেখেই সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল। এরপরই রাজস্থান নিলাম থেকে বৈভবকে দলে নেয়। কিন্ত বিহারের এই কিশোরের সুযোগ পাওয়া প্রসঙ্গে রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলছেন, ”আমরা সত্যিই জানি না যে বৈভবকে আদৌ কোনও ম্য়াচে আমরা খেলাব কি না। এটা পুরোটাই নির্ভর করছে স্ট্র্যাটেজি, পিচের পরিস্থিতি ও প্রতিপক্ষ কারা তা দেখে। আমরা অবশ্যই ওকে ব্য়বহার করতে চাই। কারণ ও একজন স্পেশাল প্লেয়ার। ওর মধ্যে অনেক প্রতিভা রয়েছে। হতেই পারে যে ও বাচ্চা এখনও। কিন্তু এই বয়সেই যে পাওয়ার হিট করতে পারে, তা অসাধারণ। আমি নিশ্চিত যদি ও পরিশ্রম করে যায় তবে ভবিষ্যতে অনেক বড় প্লেয়ার হয়ে উঠবে বৈভব।”</p>
<p style="text-align: justify;">এদিকে, আঙুলের চোট সারিয়ে রাজস্থান শিবিরের অনুশীলনে ফিরলেন সঞ্জু স্য়ামসন। ফেব্রুয়ারি মাসে ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ়ে আইপিএলে তাঁর সতীর্থ জোফ্রা আর্চারের বলেই ব্যাটিং করার সময় আঘাত পান স্যামসন। মাঠে তিনি আর কিপিং করতে পারেননি। ধ্রুব জুরেলকে কিপ করতে দেখা যায়। স্যামসনের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে আঙুলে অস্ত্রোপচার ব্যতীত আর কোনও বিকল্প ছিল না। সেই অস্ত্রোপচারের পর তিনি কতদিনে ফিট হবেন, সেই নিয়ে রাজস্থান শিবির উদ্বিগ্ন ছিল। গত মাসেই আঙুলে অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছিলেন স্যামসন। <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের ঠিক আগে সেই রিহ্যাব সম্পূর্ণ করে রাজস্থান শিবিরে যোগ দেন স্যামসন। অধিনায়কের আগমনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজস্থান। দেখা যায়, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেলদের সঙ্গে দেখা সাক্ষাৎ সেরে নেন স্যামসন। এরপর সাড়ে সাতটা নাগাদ মাঠে অনুশীলনের জন্য নেমে পড়েন তিনি। সেখানে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা করেন। </p>
Source link
আইপিএলে রাজস্থানের জার্সিতে আদৌ একটি ম্য়াচও খেলার সুযোগ পাবেন কি ১৩ বছরের বৈভব সূর্যবংশী?
