NOW READING:
ভাড়া করে মাঠে লোক ঢোকানোর বিতর্কে জেরবার ছাত্র, পাশে দাঁড়িয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
March 29, 2025

ভাড়া করে মাঠে লোক ঢোকানোর বিতর্কে জেরবার ছাত্র, পাশে দাঁড়িয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের

ভাড়া করে মাঠে লোক ঢোকানোর বিতর্কে জেরবার ছাত্র, পাশে দাঁড়িয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
Listen to this article


গুয়াহাটি: ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স হারিয়ে দিয়ে গিয়েছে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals)। গোদের ওপর বিষফোঁড়ার মতো, অধিনায়ককে নিয়ে তৈরি হয়েছে বেনজির বিতর্ক। চোট থাকায় সঞ্জু স্যামসন (Sanju Samson) খেলছেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। তাঁর পরিবর্তে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিচ্ছেন রিয়ান পরাগ (Riyan Parag)।

কেকেআরের (KKR) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন এক ভক্ত দৌড়ে মাঠে ঢুকে রিয়ানের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বলাবলি হচ্ছে, রিয়ানের জন্য মাঠে লোক ঢুকে পড়ছে, তিনি কি এতটাই জনপ্রিয়? প্রশ্ন উঠছে, গোটা ঘটনাই সাজানবো নয় তো! এমনকী, এ-ও বলা হচ্ছে, টাকা দিয়ে ওই যুবককে মাঠে ঢুকে তাঁকে প্রণাম করার জন্য ভাড়া করেছিলেন পরাগ।

আর এই বিতর্কের আবহেই রবিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে রাজস্থান। সেই ম্যাচের আগে পরাগের পাশে দাঁড়ালেন রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড়। পরাগকে দলের অন্যতম সেরা ব্যাটার বলে অভিহিত করেছেন দ্রাবিড়।

চলতি আইপিএলে প্রথম দুটি ম্যাচে পরাগের স্কোর ৪ এবং ২৫। বড় রান পাননি। রবিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজের শহর গুয়াহাটিতে এই মরশুমের জন্য শেষবার নামবেন পরাগ। ঘরের মাঠে বড় স্কোর করার একটি শেষ সুযোগ থাকবে তাঁর সামনে। দ্রাবিড় বলেছেন, “রিয়ান আমাদের অন্যতম সেরা ব্যাটার। আর আমরা ওকে যত বেশি সম্ভব বল দিতে চাই। কুড়ি ওভার খুব কম সময় লাগে এবং রিয়ান পরাগ যত বেশি বল খেলবে, দল হিসেবে আমাদের জন্য ততই ভাল হবে। আমরা জানি ও কতটা বিধ্বংসী খেলোয়াড় এবং যদি ও আরও বেশি সময় পায় তবে আরও বেশি রান করতে পারে এবং তাতে দল উপকৃত হবে। তবে আমি মনে করি ও যে কোনও পজিশনে ব্যাটিং করতে সক্ষম।”

দ্রাবিড়ের মুখে ২৩ বছর বয়সী যুবকের জন্য শুধুই ইতিবাচক কথা। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসাবে আগেও দ্রাবিড় কাজ করেছিলেন পরাগের সঙ্গে। দ্রাবিড় বলেছেন, “আমি মনে করি ও খুব ভালভাবে মানিয়ে নিয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অধিনায়কত্ব করা সহজ নয়। তবে আমি মনে করি ও যে প্রশান্তি দেখিয়েছে এবং আমাদের দল আতঙ্কিত বলে মনে হচ্ছে না, তা সত্যিই ভাল। এমনকী, কেকেআরের বিপক্ষে ম্যাচেও পাওয়ার প্লে-তে বল ঘুরছে বুঝে পঞ্চম ওভারে নিজেকে আনার সাহসী সিদ্ধান্ত নিয়েছিল। এবং সঠিক সিদ্ধান্ত ছিল। সঞ্জু আবার ফিল্ডিং করার মতো ফিট না হওয়া পর্যন্ত এই সুযোগটি রিয়ানের পক্ষে ভাল। ওর চিন্তাভাবনা এবং ধারণাগুলি ভাগ করে নিচ্ছে। খুব স্পষ্ট চিন্তাভাবনা। এই দিক থেকে ও খুবই দৃঢ়চেতা।’

আরও দেখুন



Source link