মুল্লাপুর: ধনশ্রী বর্মার সঙ্গে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) আইনি বিচ্ছেদ হওয়ার আগে থেকেই তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা। যে জল্পনা আরও তীব্র হয় চাহাল তাঁকে নিয়ে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল দেখতে হাজির হয়ে যাওয়ায়।
চাহালের জীবনে সেই বহুচর্চিত নারী আর জে মাহভাশকে (RJ Mahvash) এবার দেখা গেল আইপিএলের মাঠে। চাহালের দল পঞ্জাব কিংসের খেলা দেখতে মুল্লাপুর মাঠে হাজির হয়ে গেলেন মাহভাশ। ব্যাপারটা শুধু সেখানেই সীমাবদ্ধ নেই। সোশ্যাল মিডিয়ায় একে অপরের জন্য আবেগপূর্ণ বার্তাও দিলেন চাহাল ও মাহভাশ। যা সামাজিক মাধ্যমে ভাইরাল। ঝড় তুলেছে বলে দেওয়া যায়।
বেশ কয়েক মাস ধরেই যুজবেন্দ্র চাহাল ও আর জে মাহভাশের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন। চাহালের বিচ্ছেদের পর সেই গুঞ্জন যেন ক্রমশ বেড়েই চলেছে। চাহাল বা মাহভাশ যদিও এ নিয়ে নীরব। তবে সেই গুঞ্জনেই ঘি ঢাললেন চাহাল ও মাহভাশ। আর জে মাহভাশকে নিজের ‘মেরুদণ্ড’ বলে জানালেন চাহাল। সেই পোস্ট ভাইরাল হতে বেশি সময় লাগল না!
চলতি আইপিএলে শুরু থেকেই পঞ্জাব কিংসকে সমর্থন করছেন মাহভাশ। রাজস্থান রয়্যালস ছেড়ে এখন পঞ্জাব কিংসের হয়েই খেলেন চাহাল। সম্প্রতি ইনস্টাগ্রামে পঞ্জাব কিংসের সমর্থনে একটি পোস্ট করেন মাহভাশ। সেখানে গ্যালারিতে পঞ্জাব কিংসের পতাকা হাতে, আবার কখনও বা চাহালের সঙ্গে ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘পাহাড়ের মতো পিছনে দাঁড়ানোর জন্য আমরা সকলে আছি।’
সেই পোস্টের কমেন্ট বক্সেই মাহভাশকে দেওয়া চাহালের জবাব সকলের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে। চাহাল লিখেছেন, ‘তোমরা আমার মেরুদণ্ড। আমাকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ।’ সমর্থকেরা মজা করতেও ছাড়েননি। রসিকতা করে কেউ কেউ লিখেছেন, ‘তাহলে মাহভাশকেই বৌদি বলে মেনে নিই?’
নিজের বন্ধুদের সঙ্গে পঞ্জাব কিংসের খেলা দেখতে মুল্লাপুর গিয়েছিলেন মাহভাশ। মাঠে ও মাঠের বাইরে তোলা একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। চাহালের সঙ্গে তোলা একটি সেলফিও রয়েছে। সেই পোস্টে চাহালকে ট্যাগ করে মাহভাশ ক্যাপশনে লেখেন, ‘ভাল এবং খারাপ সময়ে দলের পাশে দাঁড়ানোই সমর্থকদের কাজ। আমরা সবাই তোমার জন্য এসেছি।’
আইপিএল শুরুর ঠিক আগে দন্ত চিকিৎসক তথা কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদ হয়েছে চাহালের। এর পর থেকেই মাহভাশের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা।
আরও দেখুন