NOW READING:
ছেঁটে ফেলেছিল দল, সেই KKR-র বিরুদ্ধেই আজ মাঠে নামছেন শ্রেয়স, কী বলছে তাঁর অতীত পরিসংখ্যান?
April 15, 2025

ছেঁটে ফেলেছিল দল, সেই KKR-র বিরুদ্ধেই আজ মাঠে নামছেন শ্রেয়স, কী বলছে তাঁর অতীত পরিসংখ্যান?

ছেঁটে ফেলেছিল দল, সেই KKR-র বিরুদ্ধেই আজ মাঠে নামছেন শ্রেয়স, কী বলছে তাঁর অতীত পরিসংখ্যান?
Listen to this article


মুল্লানপুর: আজ ২২ গজের মহারণে পঞ্জাব কিংসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে দুই দলের লড়াইয়ে বিশেষ মাত্রা যোগ করেছে আরও এক লড়াই। শ্রেয়স আইয়ার বনাম কলকাতা নাইট রাইডার্সের লড়াই। 

গত মরশুমে শ্রেয়সের তত্ত্বাবধানেই কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। তবে নাইট শিবির ছয়টি ক্রিকেটারকে রিটেন করলেও, সেই তালিকায় ছিলেন না শ্রেয়স। সঠিকভাবে কোনও তরফেই এই বিচ্ছেদের কারণ নিয়ে কিছু বলা না হলেও, শোনা যায় অর্থ নিয়ে মনোমালিন্যের জেরেই এই বিচ্ছেদ। তারপর কেকেআরকে চ্যাম্পিয়ন করা শ্রেয়স নিলামে টুর্নামেন্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হন শ্রেয়স। তারপর থেকে নতুন মরশুমে নতুন দলের হয়ে স্বপ্নের ফর্মে রয়েছেন শ্রেয়স। টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। 

তবে প্রাক্তন দলের বিরুদ্ধে শ্রেয়স নিজেকে প্রমাণ করতে বাড়তি উদ্যম নিয়ে মাঠে নামবেন বলে মনে করছেন অনেকে। তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটে যে ভুল ছিল, সেটা প্রমাণ করতেও মুখিয়ে থাকবেন তিনি। কিন্তু অতীত পরিসংখ্যান কী বলছে? শ্রেয়স কেকেআরের বিরুদ্ধে অতীতে কেমন পারফর্ম করেছেন?

অতীতে কেকেআরের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছেন শ্রেয়স। নাইটদের বিরুদ্ধে শ্রেয়স ১৪টি ইনিংস খেলেছেন। পঞ্জাব কিংসের অধিনায়ক ৪১.৪৫ গড়ে ১৫০-র অধিক স্ট্রাইক রেটে ৪৫৬ রান করেছেন। কেকেআরের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছে দুইটি অর্ধশতরান। সর্বাধিক অপরাজিত ৯৩ রান। এমনকী কেকেআরের সবথেকে বড় দুই অস্ত্র, বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইনের বিরুদ্ধেও শ্রেয়স আইয়ারের রেকর্ড বেশ ঈর্ষণীয়। নারাইনের বিরুদ্ধে ৩৫ বলে ৪২ রান করেছেন শ্রেয়স, আর বরুণের বিরুদ্ধে ২২ বলে তাঁর সংগ্রহ ৩৮ রান। অর্থাৎ অতীতে যে নাইটদের বিরুদ্ধে শ্রেয়স বেশ সফল হয়েছেন, তা বলাই বাহুল্য। 

এ মরশুমে ধারাবাহিকতা ও কলকাতা নাইট রাইডার্স এই দুইয়ের মধ্যে অন্তত দূর দূর পর্যন্ত কোনও সম্পর্ক নেই। গত বারের চ্যাম্পিয়ন এ মরশুমে যেমন সিএসকের ঘরের মাঠে হলুদ ব্রিগেডকে ১০৩ রানে বেঁধে রাখতে সক্ষম হয়েছে, তেমন নিজের মাঠে তার আগের ম্যাচেই ২৩৮ রান লুটিয়েছে। সিএসকেকে যেমন দুরমুশ করেছে, তেমনই মুম্বই ইন্ডিয়ান্সের হাতে চূর্ণ হয়েছে। দূর দূর পর্যন্ত ধারাবাহিকতার দেখা মেলেনি, এক ম্যাচ জয়ের ঠিক পরের ম্যাচেই এসেছে হার। মরশুমে প্রথমবার নাগাড়ে দুই ম্যাচ জিততে মরিয়া নাইট শিবির। প্রতিপক্ষে দলকে তৃতীয় খেতাব জেতানো অধিনায়ক শ্রেয়স আইয়ার। পঞ্জাবও শুরুটা ভাল করে বিগত তিন ম্যাচে দুইটিতে হরেছে। তাই ধারাবাহিকতার খোঁজে পঞ্জাবও। আজকে ম্যাচ শেষে কোন দল জয়ের হাসি হাসে, সেটাই দেখার বিষয়।

আরও দেখুন



Source link