NOW READING:
পরপর ৪ জয়ে প্লে অফের দৌড় জমিয়ে দিল মুম্বই, পয়েন্ট টেবিলে কোন দল কোথায়?
April 24, 2025

পরপর ৪ জয়ে প্লে অফের দৌড় জমিয়ে দিল মুম্বই, পয়েন্ট টেবিলে কোন দল কোথায়?

পরপর ৪ জয়ে প্লে অফের দৌড় জমিয়ে দিল মুম্বই, পয়েন্ট টেবিলে কোন দল কোথায়?
Listen to this article


হায়দরাবাদ: শুধু জয় নয়, রীতিমতো দাপট দেখিয়ে বিজয়ধ্বজা ওড়ানো নিজামের শহরে। ২৬ বল বাকি থাকতে, সাত উইকেটে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স (SRH vs MI)। সেই সঙ্গে দলের রান রেটকে আরও স্বাস্থ্যবান করে নিলেন হার্দিক পাণ্ড্যরা। পরপর চার ম্যাচ জিতে প্লে অফের দৌড়ও জমিয়ে দিল মুম্বই।

টানা চার জয়ের পর পয়েন্ট টেবিলের ছবিটাই বদলে দিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। বাকি ৬ ম্যাচের মধ্যে তিনটিতে জিতলেই প্লে অফ কার্যত নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদবদের।

৮ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে শুভমন গিলের গুজরাত টাইটান্স। প্লে অফে ওঠার দৌড়ে সকলের আগে গুজরাত। ৮ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের পয়েন্টও ১২। তবে রান রেটে সামান্য পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলে দুইয়ে আছেন অক্ষর পটেলরা। তিনে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

তবে ১০ পয়েন্ট শুধু মুম্বই ইন্ডিয়ান্সের নয়, রয়েছে আরও তিন দলের ঝুলিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসের। তফাত শুধু রান রেটে। মুম্বইয়ের চেয়ে রান রেটে সামান্য পিছিয়ে থাকায় চারে রয়েছে আরসিবি। তবে মুম্বইয়ের চেয়ে একটি ম্যাচ কম খেলেছেন রজত পাতিদার, বিরাট কোহলিরা। 

পঞ্জাব কিংস রয়েছে পাঁচ নম্বরে। একইভাবে রান রেটে সামান্য পিছিয়ে রয়েছেন শ্রেয়স আইয়াররা। তবে আরসিবির মতো পঞ্জাবও মুম্বইয়ের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে। লখনউ রয়েছে ৬ নম্বরে। মুম্বইয়ের মতোই ৯টি ম্যাচ খেলেছেন ঋষভ পন্থরা।

৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। গতবারের চ্যাম্পিয়নদের প্লে অফ স্বপ্ন ক্রমশ দূরে সরছে। বাকি ৬ ম্যাচের পাঁচটিতে জিততেই হবে। অন্য দলগুলি যেভাবে এগোচ্ছে, তাতে ১৬ পয়েন্টে কোনও অলৌকিক উপায়ে পৌঁছে গেলেও প্লে অফ নিশ্চিত কি না, বলা যাচ্ছে না।          

তিন দলের প্লে অফ স্বপ্ন কার্যত শেষ। রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস। তিন দলই ৮টি করে ম্যাচ খেলে পেয়েছে ৪ পয়েন্ট করে। বাকি ৬টি ম্যাচের সবকটি জিততেই হবে তিন দলকে। তবে খুলতে পারে দরজা।                

আরও দেখুন



Source link