মুম্বই: মঙ্গলবার, ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স (MI vs GT) শুধু দুই পয়েন্টের লক্ষ্যে নয়, মুখোমুখি হয়েছিল এবারের আইপিএল (IPL 2025) মরশুমের অষ্টম ম্যাচ জিতে প্লে-অফ কার্যত পাকা করে নেওয়ার উদ্দেশ্যে। মুম্বই যেখানে বিগত ছয় ম্য়াচে অপরাজিত ছিল, সেখানে গুজরাত শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে। এমন পরিস্থিতিতে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা ছিল, হলও তাই। ম্যাচের একেবারে শেষ বল পর্যন্ত চলল টানটান লড়াই।
ব্যাট হাতে শুরুটা মুম্বই ইন্ডিয়ান্সের খুব একটা ভাল হয়নি। প্রথম ওভারেই রায়ান রিকেলটনেক হারিয়েছিল মুম্বই । তিন ওভার পরে রোহিত শর্মাও ফেরেন। মাঝে অবশ্য সূর্যকুমার যাদব ও উইল জ্যাকস দুরন্তভাবে গুজরাত টাইটান্স বোলারদের চাপে ফেলে দলকে এগিয়ে নিয়ে যান। ৭১ রানের পার্টনারশিপও গড়েন তাঁরা। জ্যাকস অর্ধশতরান হাঁকান। তবে সূর্যকুমার যাদব আউট হতেই তাসের ঘরের মতো ভাঙে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপ। ২৬ রানের ব্যবধানে পড়ে পাঁচ উইকেট। শেষের দিকে করবিন বশের ব্যাটে ভর করে কোনওক্রমে ১৫০-র গণ্ডি পার করে পল্টনরা। ২০ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স সাত উইকেটে ১৫৫ রান তোলে।
১৫৫ রানের লক্ষ্য খুব একটা বড় ছিল না। তবে মুম্বই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে একটা বিষয় নিশ্চিত, যে শেষ বল পর্যন্ত পল্টনরা লড়াই করে যায়। আজকের ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও তেমনটাই দেখা গেল। অল্প রানের পুঁজি নিয়েই জোর লড়াই চালালেন ট্রেন্ট বোল্ট, যশপ্রীত বুমরারা । ম্যাচে কোনওসময়ই গুজরাতকে নাগালের বাইরে যেতে দেননি বুমরারা।
জস বাটলার, শুভমন গিলরান করলেও, তা আসে অত্যন্ত মন্থর গতিতে। তবে শারফেন রাদারফোর্ড দলের রানের গতি বাড়ান। কিন্তু আইপিএলের ম্যাচে মানেই সাপ সিঁড়ির খেলা। এই ম্যাচেও তেমনটাই হয়। ওয়াংখেড়েতে নামে বৃষ্টি, আর তার সঙ্গেই বদলায় ম্যাচের মোড়। বৃষ্টি থামার পর মাঠে নেমে উইকেটসহ তিন ওভারে তিন উইকেট নেন বোল্ট ও বুমরা। তবে শেষ ওভারে জেরাল্ড কোয়েৎজ়া ও রাহুল তেওয়াটিয়ার পরিপক্ক ব্যাটিং শেষমেশ বুমরাদের পরাজিতই হতে হল। ছয় ম্যাচ পর অবশেষে হারল মুম্বই ইন্ডিয়ান্স।
এই পরাজয়ের ফলে লিগ তালিকায় এক ধাপ নীচে নেমে গেল মুম্বই ইন্ডিয়ান্স। আপাতত ১৪ পয়েন্ট নিয়ে তারা চার নম্বরে, হাতে বাকি আর দুই ম্যাচ। অপরদিকে, দুরন্ত জয়ে একেবারে চার নম্বর থেকে লিগ শীর্ষে পৌঁছে গেলেন শুভমন গিলরা। আরসিবিরও ১৬ পয়েন্ট রয়েছে বটে, তবে আরসিবির নেট রান রেটের (০.৪৮২) থেকে গুজরাতের নেট রান রেট (০.৭৯৩) ভাল হওয়ায় আপাতত শুভমন গিলের দলই একে।
আরসিবির ও গুজরাতের এখনও তিনটি করে ম্য়াচ বাকি। সচরাচর অতীতে দেখা গিয়েছে প্লে-অফে পৌঁছনোর জন্য কাট অফ মার্ক ১৬ পয়েন্ট। দুই দলই সেই স্থানে পৌঁছে গেলেও এখনও প্লে-অফ নিশ্চিত হয়নি। তবে গুজরাত ও আরসিবি, তিন ম্যাচের একটিতে জিতলেই তা নিশ্চিত হয়ে যেতে পারে। অপরদিকে, কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) এখন সব ম্যাচই মরণ-বাঁচনের লড়াই। তারা ১১ পয়েন্ট নিয়ে আপাতত লিগে ছয় নম্বরে রয়েছে। তবে বুধবার সিএসকের বিরুদ্ধে কেকেআর বড় ব্যবধানে জয় পেলে নেট রান রেটের নিরিখে লখনউ সুপার জায়ান্টসকে পিছনে ফেলে নাইটরা পাঁচে উঠে আসতে পারে। সব মিলিয়ে আইপিএলের প্লে-অফের লড়াই যে জমে উঠেছে, তা কিন্তু বলাই বাহুল্য।
আরও দেখুন