NOW READING:
গুজরাতের পর লখউয়ের বিরুদ্ধেও দাপুটে জয়ে আরসিবিকে সরিয়ে লিগ তালিকার শীর্ষে পৌঁছতে পারল পাঞ্জাব?
April 2, 2025

গুজরাতের পর লখউয়ের বিরুদ্ধেও দাপুটে জয়ে আরসিবিকে সরিয়ে লিগ তালিকার শীর্ষে পৌঁছতে পারল পাঞ্জাব?

গুজরাতের পর লখউয়ের বিরুদ্ধেও দাপুটে জয়ে আরসিবিকে সরিয়ে লিগ তালিকার শীর্ষে পৌঁছতে পারল পাঞ্জাব?
Listen to this article


লখনউ: এবারের আইপিএল মরশুমে (IPL 2025) এখনও পর্যন্ত মাত্র ১৩টি ম্যাচ খেলা হয়েছে। এখনও অনেক চড়াই, উতরাই বাকি, অনেক কামব্যাক, সেটব্যাক বাকি। তবে মরশুমের শুরুতে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি দল নিজেদের শক্তি প্রদর্শন করে ফেলেছে। এর মধ্যে একেবারে শীর্ষে রয়েছে দুই দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস (Punjab Kings)।

লখনউ-পাঞ্জাবের ম্যাচের আগে লিগ তালিকার শীর্ষে ছিল আরসিবি। মাত্র তৃতীয় দল হিসাবে এবারের মরশুমের প্রথম দুই ম্যাচ জিতে তাদের জায়গা নিতে পারল পাঞ্জাব? উত্তর না। লখনউয়ের বিরুদ্ধে ২২ বল বাকি থাকতে আট উইকেটে পাঞ্জাব কিংস নিজেদের ম্যাচ জিতলেও, শ্রেয়স আইয়ারের দল আপাতত লিগ তালিকায় দুইয়েই রইল। লিগ শীর্ষে আরসিবির রাজত্বই অব্যাহত। আরসিবির নেট রান রেট (২.২৬৬) পাঞ্জাবের নেট রান রেট (১.৪৮৫)-র থেকে অনেকটাই বেশি।

মঙ্গলবারে ম্যাচে অবশ্য পাঞ্জাব দাপুটে মেজাজেই পারফর্ম করে। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে প্রথম ওভারেই মিচেল মার্শকে খাতা খোলার আগে সাজঘরে ফেরত পাঠান অর্শদীপ। এডেন মারক্রাম বেশ ছন্দে ছিলেন। তবে তিনিও ২৮ রানে লকি ফার্গুসনের বলে প্লেড অন হন। এরপর ব্যাটে নামেন পন্থ। পরপর ব্য়র্থতার পর স্বাভাবিকভাবেই এই ম্যাচে আইপিএলের সবথেকে দামি ক্রিকেটার কী করেন, সেই দিকে সকলের নজর ছিল। তবে তাঁর চূড়ান্ত হতাশাজনক ফর্ম অব্যাহত। ম্যাক্সওয়েলের বলে দুই রানে আউট হন তিনি।

এমন পরিস্থিতিতে ইনিংসের হাল ধরেন পুরান। বাদোনির সঙ্গে মিলে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন তিনি। বাদোনি মূলত অ্যাঙ্কারের ভূমিকায় খেলে পুরানকে স্ট্রাইক দিয়ে যান। আর পুরান বিধ্বংসী ব্যাটিংয়ে চার, ছক্কার বন্যা বইয়ে দেন। পাঁচটি চার ও দুইটি ছক্কা মারেন তিনি। ৪৪ রানে আউট হন তিনি। ডেভিড মিলার ১৯ রানে আউট হন। এরপরে বাদোনি ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন। আব্দুল সামাদও নেমেই বড় বড় শট মারেন। কিন্তু শেষ ওভারে অর্শদীপ দুইজনকেই সাজঘরে ফেরান। ম্যাচে তাঁর ঝুলিতে মোট তিনটি সাফল্য আসে। তাঁর তৈরি করা ভিতেই জয়ের ইমারত গড়ল পাঞ্জাব।

১৭২ রানের লক্ষ্য খুব একটা কঠিন না হলেও, খুব একটা সহজও ছিল না। তবে লখনউ সুপার জায়ান্টসকে দুরমুশ করে পাঞ্জাব কিংস হেসেখেলে ম্যাচ জিতে নিল। রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন প্রভসিমরণ। তবে গত ম্যাচে নজরকাড়া প্রিয়াংশ এদিন খুব বেশি রান করতে পারেননি। বল হাতে নিয়ে নিজের প্রথম ওভারেই তাঁকে মাত্র আট রানে সাজঘরে ফেরান দিগবেশ রাঠি। কিন্তু প্রভসিমরণ থামেননি। পাওয়ার প্লেতেই তাঁর ব্যাটিংয়ের সুবাদে ৬২ রান তুলে ফেলে পাঞ্জাব। দেখতে দেখতে ২৩ বলে দুরন্ত গতিতে নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন প্রভসিমরণ। 

তাঁকে স্ট্রাইক দিয়ে ধীরে ধীরে পরিপক্কতার সঙ্গে নিজের ইনিংস এগিয়ে নিয়ে যান শ্রেয়স। প্রভসিমরণ ৬৯ রানে আউট হলে এদিন সকলকে খানিকটা চমকে দিয়েই গ্লেন ম্যাক্সওয়েলের বদলে ব্যাটে নামানো হয় নেহাল ওয়াধেরাকে। বাঁ-হাতি ব্য়াটার ম্যানেজমেন্টের তাঁর ওপর আস্থাকে সঠিক প্রমাণ করে ২৫ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি চার ও চারটি ছক্কায়। অপরপ্রান্তে শ্রেয়সও নিজের মেজাজে ব্যাটিং করে দলের জয় সুনিশ্চিত করেন। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন তিনি, নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। ম্যাচ জেতে পাঞ্জাব।

পাঞ্জাবের থেকে নেট রান রেটে সামান্য পিছিয়ে (১.৩২০) দিল্লি ক্যাপিটালস আপাতত লিগ তালিকায় তৃতীয় স্থানে। গুজরাত টাইটান্স রয়েছে চতুর্থতে।দুর্ভাগ্যবশত আরসিবির বিরুদ্ধে ঘরের মাঠে হারের পর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতলেও, মুম্বই ইন্ডিয়ান্সের হাতে দুরমুশ হওয়ায় কেকেআরের নেট রান রেট (-১.৪২৮) বড় ধাক্কা খেয়েছে। তাই এক ম্যাচ জিতলেও, আপাতত লিগ তালিকার একেবারে তলানিতে, দশ নম্বরে রয়েছে নাইট শিবির। 

আরও দেখুন



Source link