NOW READING:
মরশুমের প্রথম হারে শীর্ষস্থান হারাল দিল্লি, এগোল মুম্বই, জিতে লিগ তালিকায় আরসিবির স্থানবদল হল?
April 14, 2025

মরশুমের প্রথম হারে শীর্ষস্থান হারাল দিল্লি, এগোল মুম্বই, জিতে লিগ তালিকায় আরসিবির স্থানবদল হল?

মরশুমের প্রথম হারে শীর্ষস্থান হারাল দিল্লি, এগোল মুম্বই, জিতে লিগ তালিকায় আরসিবির স্থানবদল হল?
Listen to this article


নয়াদিল্লি: আইপিএলে (IPL 2025) রবিবার মানেই সুপার সানডে, ডাবল হেডার। আজ দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। আর রাতের ম্যাচে দিল্লি ক্যাপিটালস নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে। প্রথম ম্যাচে আরসিবি হেসেখেলে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। সেই ম্যাচে দিল্লিকে মরশুমের প্রথম পরাজয় উপহার দিল মুম্বই। এই দুই ম্যাচের পর লিগ তালিকায় কী বদল হল?

আজকের ম্যাচের আগে দিল্লি ক্যাপিটালস লিগ তালিকার শীর্ষে ছিল। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১২ রানে ম্যাচ হারায় লিগ তালিকায় শীর্ষস্থান হারাল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। এক নম্বর স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এল দিল্লি। পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দিল্লি। এক ম্যাচ বেশি খেলে গুজরাত টাইটান্সের সমসংখ্যক আট পয়েন্ট থাকলেও তাদের নেট রানরেট (০.৮৯৯) দিল্লির থেকে (১.০৮১) বেশি থাকায় তারাই শীর্ষে পৌঁছে গেল। অপরদিকে, মুম্বই ইন্ডিয়ান্স মরশুমের দ্বিতীয় জয়ে সাত নম্বরে উঠে এল।

আরসিবির অপরদিকে, নয় উইকেটে ১৫ বল বাকি থাকতেই রাজস্থানকে দুমড়ে বিরাট জয় পায়। তবে তা সত্ত্বেও লিগ তালিকায় কিন্তু আরসিবির কোনও স্থানবদল হয়নি। ছয় ম্যাচে চার জয়ের সুবাদে আরসিবি আট পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরেই রয়েছে। অপরদিকে, রাজস্থান রয়্যালস মরশুমের চতুর্থ পরাজয়ে আট নম্বরে নেমে গেল রাজস্থান।

অভিষেক পোড়েল ও করুণ নায়ারের দুরন্ত ব্যাটিংয়ে তড়তড়িয়ে জয়ের দিকে এগোচ্ছিল দিল্লি ক্যাপিটালস। তবে শেষের দিকে মূলত মুম্বই ইন্ডিয়ান্সের (DC vs MI) দুই স্পিনার কর্ণ শর্মা  ও মিচেল স্যান্টনারের দৌলতে তাসের ঘরের মতো ভাঙল দিল্লি ক্যাপিটালসের মিডল অর্ডার। ১২ রানে মরশুমে প্রথমবার পরাজিত হল দিল্লি। ২০৬ রান তাড়া করতে নেমে করুণ নায়ার ৮৯ রানের ইনিংস খেলেন। তবে কর্ণের তিন ও স্যান্টনারের দুই উইকেটে মুম্বই ম্যাচ জিতে নেয়।

কাজে এল না যশস্বী জয়সওয়ালের অর্ধশতরানের ইনিংস। পাল্টা ফিল সল্ট ও বিরাট কোহলির দুরন্ত ব্য়াটিংয়ে রান তাড়া করতে নেমে হেসেখেলে ৯ উইকেটে ম্য়াচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান বোর্ডে তুলে নিয়েছিল রাজস্থান শিবির। জবাবে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আরসিবি। বিরাট কোহলি ৬২, ফিল সল্ট ৬৫ রানের ইনিংস খেলেন। 

আরও দেখুন



Source link