NOW READING:
যশস্বী-পরাগের ঝড়ে প্রথমবার পঞ্জাবের নতুন মাঠে দুশো পেরল রান, অগ্নিপরীক্ষা শ্রেয়সদের
April 5, 2025

যশস্বী-পরাগের ঝড়ে প্রথমবার পঞ্জাবের নতুন মাঠে দুশো পেরল রান, অগ্নিপরীক্ষা শ্রেয়সদের

যশস্বী-পরাগের ঝড়ে প্রথমবার পঞ্জাবের নতুন মাঠে দুশো পেরল রান, অগ্নিপরীক্ষা শ্রেয়সদের
Listen to this article


মুল্লাপুর: একে ব্যাটে বড় রান নেই। তার ওপর বিতর্ক তাড়া করে বেড়াচ্ছে তাঁকে। মুম্বই ছেড়ে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলবেন বলে ঠিক করেছেন। পরে জানা গিয়েছে, অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে ঝামেলার জেরেই মুম্বই ছাড়ার সিদ্ধান্ত। এমনকী, এরকম ঘটনাও শোনা যায় যে, রঞ্জি ট্রফিতে অধিনায়ক রাহানে ও কোচ ওমকার সালভি তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলায় তিনি নাকি রাহানের কিটব্যাগে লাথি মেরেছিলেন। 

বিতর্কবিদ্ধ যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) কিছুটা স্বস্তি দেবে শনিবারের ইনিংস। পঞ্জাব কিংসের (PBKS vs RR) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন মুম্বইয়ের ক্রিকেটার। তাঁর ৪৫ বলে ৬৭ রানই রাজস্থান রয়্যালস ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। যদিও অন্য দিনের মতো ঝোড়ো ইনিংস নয়, বরং সাবধানী হয়ে, মেপে ঝুঁকি নিয়ে রান তুললেন যশস্বী। ৪০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। যা আঅইপিএলে তাঁর মন্থরতম হাফসেঞ্চুরি। শেষ দিকে ব্যাটে ঝড় তুললেন রিয়ান পরাগ। ২৫ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেললেন রিয়ান। চলতি আইপিএলে তাঁর সর্বোচ্চ স্কোর। টুর্নামেন্টের শুরু থেকে যিনি রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিচ্ছিলেন। নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন চোটের জন্য শুধু ব্যাটিং করছিলেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলছিলেন তিনি।

শনিবার অবশ্য নেতৃত্বের ব্যাটন ফিরল সঞ্জুর হাতেই। রিয়ানও যেন আরও চাপমুক্ত হয়ে ব্যাটিং করলেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ব্যাট করে ২০৫/৪ তুলল রাজস্থান। শ্রেয়স আইয়ারদের সামনে এবার অগ্নিপরীক্ষা।

 

পঞ্জাব কিংস বোলারদের মধ্যে এদিন নজর কাড়তে ব্যর্থ যুজবেন্দ্র চাহাল। ৩ ওভারে ৩২ রান খরচ করলেন। কোনও উইকেট পাননি। তাঁকে দিয়ে পুরো ৪ ওভার বোলিংও করাননি পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট লকি ফার্গুসনের। মার্কো জানসেন ৪ ওভারে খরচ করলেন ৪৫ রান। পেলেন মোটে এক উইকেট। ৪ ওভারে ৩৫ রানে এক শিকার অর্শদীপ সিংহের।                                              

 

আরও দেখুন





Source link