সন্দীপ সরকার, কলকাতা: রাত পোহালেই কলকাতায় আইপিএলের (IPL 2025) উদ্বোধন । শনিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজিত হতে চলেছে জমকালো অনুষ্ঠান । যে অনুষ্ঠানের জন্য শুক্রবারই কলকাতায় পৌঁছে গেলেন শাহরুখ খান (Shah Rukh Khan) ।
আইপিএলে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের (KKR) সামনে এবার খেতাব ধরে রাখার লড়াই । শনিবার আইপিএল বোধনেই মাঠে নামছে কেকেআর । ইডেনে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR vs RCB) ।
শনিবার উদ্বোধনী অনুষ্ঠান কেমন হবে? কারা কখন পারফর্ম করবেন? বিস্তারিত সূচি শুক্রবার সন্ধ্যায় জানা গেল । কী কী চমক থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে?
- শনিবার সন্ধ্যা ঠিক ৬.১১-তে মাঠে প্রবেশ করবেন শাহরুখ । তিনিই অনুষ্ঠানের সঞ্চালক । অনুষ্ঠানের শুরুতে ঠিক ২ মিনিট বক্তব্য রাখবেন তিনি ।
- ৬.১৩-য় মঞ্চে উঠবেন শ্রেয়া ঘোষাল । যিনি বলিউড থেকে শুরু করে টলিউড – একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন ভক্তদের ।
- ৬.১৩ থেকে ঠিক ১৬ মিনিট গান শোনাবেন শ্রেয়া । ১৬ মিনিটে মোটামুটিভাবে ৫-৬টি গান গাইবেন শ্রেয়া ।
- ঠিক সাড়ে ছটায় মঞ্চে উঠবেন দিশা পাটানি । বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নাচের তালে মাঠ মাতাবেন ।
- দিশার ৪ মিনিটের পারফরম্য়ান্সের পর মঞ্চে আসবেন গায়ক কর্ণ আউজলা । ৮ মিনিট গান গাইবেন । তাঁর শেষ গানের সময় ফের মঞ্চে উঠবেন দিশা ।
- পৌনে সাতটা থেকে ৬.৫৩ পর্যন্ত ফের মঞ্চে শাহরুখ । ক্রিকেটারদের সঙ্গে কথোপকথন হবে কিংগ খানের । তারপর সমস্ত বোর্ড কর্তা ও সেলিব্রিটিদের মঞ্চে ডাকবেন শাহরুখ ।
- তারপর উদ্বোধনী ম্যাচের দুই অধিনায়ক মাঠে প্রবেশ করবেন । সব অধিনায়কদের সঙ্গেই কথোপকথন হবে শাহরুখের ।
- বিরাটকে ভীষণ পছন্দ করেন শাহরুখ । গত আইপিএলে ইডেনেই ঝুমে যো পাঠান গানের তালে নাচিয়েছিলেন কোহলিকে । বিরাট এখন আর আরসিবি-র অধিনায়ক নন । তবে শাহরুখ তাঁর সঙ্গেও মঞ্চ থেকে কথা বললে অবার হওয়ার কিছু থাকবে না।
- সব শেষে থাকবে আইপিএল ১৮ লেখা কেক কাটার পর্ব, বেলুন ওড়ানো ও ড্রোন শো । ট্রফি নিয়ে সকলের ফটোশ্যুট । আতশবাজি ফাটানো হবে । শুরু হয়ে যাবে আইপিএল ।
আরও দেখুন