NOW READING:
ইডেনে আইপিএলের উদ্বোধন ও কেকেআর বনাম আরসিবি ম্যাচ ভেস্তে যেতে পারে? তৈরি হল বড় আশঙ্কা
March 17, 2025

ইডেনে আইপিএলের উদ্বোধন ও কেকেআর বনাম আরসিবি ম্যাচ ভেস্তে যেতে পারে? তৈরি হল বড় আশঙ্কা

ইডেনে আইপিএলের উদ্বোধন ও কেকেআর বনাম আরসিবি ম্যাচ ভেস্তে যেতে পারে? তৈরি হল বড় আশঙ্কা
Listen to this article


কলকাতা: গতবারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR)। এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ ও ফাইনালও তাই হবে কেকেআরের ডেরা ইডেন গার্ডেন্সে। যা নিয়ে তুমুল উৎসাহ তৈরি হয়েছে সর্বত্র। আর সেউ উন্মাদনার পারদ বাড়িয়ে দিয়েছে প্রথম ম্যাচের দুই যুযুধান দলের নাম। প্রথম ম্যাচেই কেকেআরের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অর্থাৎ প্রথম ম্যাচেই সুনীল নারাইন বনাম বিরাট কোহলি শো। টিকিট নিয়ে হাহাকার শুরু হয়ে গিয়েছে।

তবে সেই উন্মাদনায় জল ঢালতে পারে প্রকৃতি। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ও কেকেআর বনাম আরসিবি ম্যাচ আগামী শনিবার, ২২ মার্চ। সেই ম্যাচ ভেস্তে যেতে পারে বৃষ্টিতে! আবহাওয়ার পূর্বাভাস অন্তত খুব একটা স্বস্তি দিচ্ছে না। বরং ক্রিকেটপ্রেমীদের উদ্বিগ্ন হওয়ার মতো যথেষ্ট কারণ থাকছে।

তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিমের ছয় জেলায়। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। বিকেল বা সন্ধ্যের দিকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস।

তবে বুধবার থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দিনের তাপমাত্রা কমবে। বৃহস্পতিবার থেকে শনিবার – তিনদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে। ঝড় বৃষ্টিতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।

কলকাতা-সহ বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির কারণে সোমবার সকালে কিছুক্ষণ মনোরম আবহাওয়া ছিল। বেলা বাড়লে পরিষ্কার আকাশ প্রখর সূর্যের তাপে দাবদাহের মতো পরিস্থিতি তৈরি হয়। রাতেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হালকা সম্ভাবনা। বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি থাকার সম্ভাবনা। শনিবার সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি হলে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ও কেকেআর বনাম আরসিবি ম্যাচে বিঘ্ন ঘটতে পারে।

আরও পড়ুন: মাত্র ২ বছর বয়সেই মৃত্যু! তারকা ক্রিকেটারের জীবনে বিপর্যয়, শোকের ছায়া বিশ্বক্রিকেটে

আরও দেখুন



Source link

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal