# Tags
#Blog

আইপিএলের উদ্বোধন ও ফাইনালের দিনক্ষণ চূড়ান্ত হতেই সাজো সাজো রব ইডেনে, সূচিতে স্পেশ্যাল ১১

আইপিএলের উদ্বোধন ও ফাইনালের দিনক্ষণ চূড়ান্ত হতেই সাজো সাজো রব ইডেনে, সূচিতে স্পেশ্যাল ১১
Listen to this article


কলকাতা: নতুন বছরের গোড়াতেই আইপিএলের (IPL 2025) ঢাকে কাঠি পড়ে গেল। সেই সঙ্গে সাজো রব উঠে গেল কলকাতা ময়দানেও। আইপিএল ২০২৫-এর উদ্বোধন ও ফাইনালের মতো মেগা ম্যাচ যে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে (Eden Gardens)!

রবিবার, ১২ জানুয়ারি মুম্বইয়ে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সাধারণ সভা (BCCI SGM)। সেখানে নির্বাচিত হলেন বোর্ডের নতুন সচিব ও কোষাধ্যক্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ আইসিসি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন ১ ডিসেম্বর। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদ থেকে সরে গিয়েছেন। পাশাপাশি বোর্ডের কোষাধ্যক্ষ পদ ছাড়তে হয়েছে আশিস শেলারকেও। যেহেতু তিনি মহারাষ্ট্র মন্ত্রিসভার সদস্য হয়েছেন।

তাঁদের পরিবর্তে রবিবার মুম্বইয়ের এসজিএমে ভারতীয় বোর্ডের নতুন সচিব হলেন অসমের দেবজিৎ সাইকিয়া। যিনি বোর্ডের যুগ্ম-সচিব ছিলেন। কোষাধ্যক্ষ হলেন ছত্তীসগঢ় ক্রিকেট সংস্থার প্রভতেজ সিংহ ভাটিয়া। দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। যেহেতু দুই পদে আর কেউ মনোনয়নই জমা দেননি।

তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের বাড়তি আগ্রহ ছিল আইপিএল নিয়েও। এদিন মুম্বইয়ের বৈঠকে আইপিএলের দিনক্ষণও চূড়ান্ত হয়ে গেল। যদিও পূর্ণাঙ্গ সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে আইপিএলের শুরু কবে, ফাইনাল কবে, ইডেনে ম্যাচ কবে পড়ছে, সেই সব আলোচনা সারা হয়ে গিয়েছে।

প্রথমে বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল রবিবার বিকেলে জানান যে, ২৩ মার্চ শুরু হচ্ছে এ বছরের আইপিএল। পরে অবশ্য বোর্ডের নানা মহলে খোঁজ নিয়ে পাওয়া গেল অন্য তথ্য। জানা গেল, পরের আইপিএল শুরু হচ্ছে ২১ মার্চ, শুক্রবার। উদ্বোধনী ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। যেহেতু দশ বছরের খরা কাটিয়ে গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স, তাই প্রথা মেনেই আসন্ন আইপিএলের উদ্বোধন ও ফাইনাল ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে।

২১ মার্চ ইডেনে আইপিএলের বোধন। এবার দু’মাসেরও বেশি সময় ধরে চলবে আইপিএল। ফাইনাল হবে ২৫ মে, ইডেন গার্ডেন্সে। বোর্ডের বিশ্বসূত্র সূত্র থেকে জানা গেল, সব মিলিয়ে ১১ দিন ‘ডাবল হেডার’ থাকছে। যার অর্থ, সূচিতে ১১ দিন এমন থাকবে, যে দিলগুলিতে জোড়া ম্যাচ থাকবে। একটি বিকেলের ম্যাচ। একটি রাতের।

 

আইসিসি চেয়ারম্যান জয় শাহকে সংবর্ধনা সিএবি প্রেসিডেন্টের।
আইসিসি চেয়ারম্যান জয় শাহকে সংবর্ধনা সিএবি প্রেসিডেন্টের।

আইপিএলের শেষ লগ্নে ফাইনালে ওঠার জমজমাট লড়াই চলে। জানা গেল, প্রথম কোয়ালিফায়ার (যে ম্যাচে খেলে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুই দল এবং যে ম্যাচের বিজয়ী সরাসরি ফাইনালের টিকিট পায়) ও এলিমিনেটর (পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্ত স্থানে থাকা দুই দলের ম্যাচ, বিজয়ী দল কোয়ালিফায়ার টু খেলার যোগ্যতা পায়) ম্যাচ দুটি হবে হায়দরাবাদে। কোয়ালিফায়ার টু (কোয়ালিফায়ার ওয়ানের পরাজিত দল ও এলিমিনেটরের বিজয়ী দলের ম্যাচ) হবে ২৩ মে। তার ঠিক ২ দিন পরে, ২৫ মে আইপিএলের ফাইনাল হবে ইডেনে।

রবিবারের বোর্ডের বৈঠকে ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য তথা প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। সিএবি প্রতিনিধি হিসাবে ছিলেন বর্তমান প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: নেই পন্থ, যশস্বী, শুভমন, আর কাদের ছাড়া ঘোষণা করা হল ভারতের টি-২০ দল?

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal