হায়দরাবাদ: সানরাইজার্স হায়দরাবাদের (SRH) অন্যতম সেরা অস্ত্র তিনি। হায়দরাবাদের জার্সিতে আইপিএলে (IPL 2025) নজর কাড়ার পর জাতীয় দলের দরজাও খুলে যায় তাঁর সামনে। তবে এবারের আইপিএলের আগে চোটে জর্জরিত ছিলেন নীতীশ কুমার রেড্ডি। ভারতীয় ক্রিকেট মহলে যিনি জনপ্রিয় হয়ে উঠেছেন এনকেআর নামে।
তবে আইপিএল শুরু হওয়ার ঠিক এক সপ্তাহ আগে সুখবর । সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, নীতীশ ফিট হয়ে গিয়েছেন। তিনি সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারেন ।
জানা গিয়েছে, সবরকম ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন নীতীশ । ইয়ো ইয়ো টেস্টেও পাশ করেছেন তিনি । বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে রয়েছেন নীতীশ। সেখানে ফিজিও তাঁকে খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন।
গত আইপিএলে নজর কেড়ে নিয়েছিলেন এনকেআর। জাতীয় দলেও ডাক পেয়েছিলেন নীতীশ কুমার রেড্ডি। তবে বছর একুশের অন্ধ্র প্রদেশের তরুণ ক্রিকেটার দীর্ঘদিন মাঠের বাইরে। ২২ জানুয়ারি ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার নীতীশকে দেখা গিয়েছিল। যদিও সেই ম্যাচে তিনি ব্যাটিং বা বোলিং কিছুই করেননি। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইতে টি-২০ সিরিজের আগে নেটে অনুশীলন করেছিলেন নীতীশ। কিন্তু তারপরই তিনি ওই ম্যাচ এবং পরে পুরো সিরিজ থেকে চোটের কারণে ছিটকে যান।
আরও পড়ুন: মাত্র ২ বছর বয়সেই মৃত্যু! তারকা ক্রিকেটারের জীবনে বিপর্যয়, শোকের ছায়া বিশ্বক্রিকেটে
২০২৪ সালের আইপিএলে স্মরণীয় পারফর্ম্যান্স ছিল নীতীশের। ১৩টি ম্যাচে ৩০৩ রান করেন তিনি। মেগা নিলামের আগে ৬ কোটি টাকা দিয়ে তাঁকে রিটেন করেছিল হায়দরাবাদ। অস্ট্রেলিয়া সফরে নজর কেড়েছিলেন নীতীশ। বেশ কয়েকটি ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। তার মধ্যে মেলবোর্নে চতুর্থ টেস্টে ১১৪ রানের ইনিংসও রয়েছে।
জানা গিয়েছে, দ্রুত সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে যোগ দেবেন নীতীশ। ২৩ মার্চ হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলে প্রথম ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচে খেলার কথা তাঁর। ৩ এপ্রিল ইডেনে কেকেআরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে হায়দরাবাদের। সেই ম্যাচেও খেলতকে পারেন নীতীশ। গতবারের দুই ফাইনালিস্ট দলের লড়াই। কেকেআর বনাম এসআরএইচ ম্যাচের উত্তাপ বাড়াতে পারেন নীতীশ।
আরও পড়ুন: ২৩.৭৫ কোটির সতীর্থকে নিয়ে বড় মন্তব্য দেড় কোটির ক্যাপ্টেনের, মন জিতলেন রাহানে
আরও দেখুন