NOW READING:
শেষ ৫ ম্যাচে CSK-র একচেটিয়া দাপট, তবে ইতিহাস MI-র পক্ষে, কখন, কোথায় দেখবেন IPL-র ‘এল ক্লাসিকো’?
April 20, 2025

শেষ ৫ ম্যাচে CSK-র একচেটিয়া দাপট, তবে ইতিহাস MI-র পক্ষে, কখন, কোথায় দেখবেন IPL-র ‘এল ক্লাসিকো’?

শেষ ৫ ম্যাচে CSK-র একচেটিয়া দাপট, তবে ইতিহাস MI-র পক্ষে, কখন, কোথায় দেখবেন IPL-র ‘এল ক্লাসিকো’?
Listen to this article


মুম্বই: আইপিএলের (IPL 2025) দুই সফলতম দল, দুইজনের দখলেই পাঁচটি করে খেতাব রয়েছে। আজ সেই দুই দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (Mumbai Indians vs Chennai Super Kings) একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে। মায়ানগরীতে রবিবাসরীয় সন্ধেতে ২২ গজের মহারণের অপেক্ষায় গোটা ক্রিকেটবিশ্ব। 

দুই দলের সাম্প্রতিক ম্যাচগুলিতে কিন্তু সিএসকে একচেটিয়া দাপট দেখিয়েছে। বিগত পাঁচ ম্যাচে মেগা দ্বৈরথে হলুদ ব্রিগেডই জয়ের হাসি হেসেছে। সেই ২০২২ সালে শেষবার সিএসকেকে হারিয়েছিল পল্টনরা। এবার সেই ধারা ভাঙতে মরিয়া হয়ে মাঠে নামবেন হার্দিক পাণ্ড্যরা। শেষ পাঁচ ম্যাচে সিএসকের দাপট দেখা গেলেও, অতীত পরিসংখ্যান কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষেই। দুই দলের ৩৮টি সাক্ষাৎকারে ২০টি ম্যাচ জিতেছে মুম্বই। ১৮টিতে জয়ের হাসি হেসেছে সিএসকে। আজ তাই একেবারে টানটান ম্যাচ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।

আজ আইপিএলে কোন দুটো দল মুখোমুখি হবে?

আইপিএলে আজকের দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ২২ গজের লড়াই।

কোথায় খেলা হবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সিএসকের দ্বৈরথ?

আজ মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিএসকের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে।

কখন শুরু হবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সিএসকের লড়াই?

২০ এপ্রিল, রবিবার খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাতটায়।

কোথায় দেখবেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম সিএসকের ম্যাচ?

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সিএসকের ম্যাচটি দেখতে পাওয়া যাবে জিও স্টার নেটওয়ার্কে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সিএসকের ম্যাচ।

আরও দেখুন



Source link